ব্রাজিলিয়ান ক্লাবগুলোকে টারজানের শিম্পাঞ্জির সঙ্গে তুলনা করে ক্ষমা চাইলেন তিনি
Published: 19th, March 2025 GMT
আগের দিন একটি মন্তব্য করে পরের দিনই ক্ষমা চাইতে হলো।
দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ গত সোমবার ব্রাজিলিয়ান ক্লাবগুলোকে টারজান নিয়ে বানানো সিনেমার শিম্পাঞ্জির সঙ্গে তুলনা করেন। পরদিন অর্থাৎ মঙ্গলবার এই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন দমিনগেজ।
প্যারাগুয়েতে সোমবার দক্ষিণ আমেরিকা মহাদেশে ক্লাব পর্যায়ের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে কোপা লিবার্তোদোরেসের ড্র শেষে সাংবাদিকদের দমিনগেজ বলেন, ব্রাজিলিয়ান দলগুলো ছাড়া এই ক্লাব টুর্নামেন্ট ‘যেন চিতা ছাড়া টারজান।’
আরও পড়ুনমেসির সঙ্গে নয়, আমার সঙ্গে লড়ো—লোগান পলকে আর্জেন্টাইন তারকার বডিগার্ড৬ ঘণ্টা আগেআমেরিকান লেখক এডগার রাইস বারোজের লেখা বইয়ের বিখ্যাত চরিত্র টারজান। এই চরিত্র নিয়ে হলিউডে ১৯৩০ থেকে ১৯৬০–এর দশকে বানানো সিনেমা এবং ষাটের দশকে টিভি সিরিজে ‘চিতা’ নামে একটি শিম্পাঞ্জির চরিত্রও দেখা যায়। টারজানের সঙ্গী হিসেবে এই চরিত্র দেখা গেছে সিনেমা ও টিভি সিরিজে।
দমিনগেজ এরপর ক্ষমা চেয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘আমার সাম্প্রতিক বিবৃতি নিয়ে ক্ষমা চাচ্ছি। আমি যেটা বলেছি, সেটা আসলে জনপ্রিয় একটি কথার কথা। এর মাধ্যমে কাউকে খাটো করা কিংবা অসম্মান করতে চাইনি। ১০টি সদস্য দেশের ক্লাবগুলোর অংশগ্রহণ ছাড়া কনমেবলের লিবার্তোদোরেস ভাবাই যায় না।’
প্যারাগুয়েতে গত পরশু কোপা লিবার্তোদোরেসের ড্র অনুষ্ঠিত হয়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব