৩৬ ঘণ্টায় ইসরায়েলি হামলা নিহত হয়েছে ১৮৩ ফিলিস্তিনি শিশু। বুধবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, মঙ্গলবার ভোরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ৪৩৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৭৮ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১২৫ জন পুরুষ, ৯৪ জন নারী, ২৪ জন বয়স্ক ব্যক্তি এবং ১৮৩ জন শিশু রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নিহতের মোট সংখ্যা ৪৯ হাজার ৫৪৭ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৫৪৭ জনে পৌঁছেছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্বজুড়ে ‘ওয়েপনস’-ঝড়, কী আছে এই সিনেমায়
বিশ্বজুড়ে হরর সিনেমার উত্থানের মধ্যেই চমকে দিল আরও একটি অল্প বাজেটের হরর সিনেমা, ‘ওয়েপনস’। গত ৮ আগস্ট মুক্তির পর এক সপ্তাহও হয়েছে, এর মধ্যেই জ্যাক ক্রেগারের সাইকোলজিক্যাল হরর ও ডার্ক কমেডি ছবিটি ছুঁয়েছে নতুন মাইলফলক। চলচ্চিত্রবিষয়ক অনলাইন গণমাধ্যম স্ক্রিন র্যান্ট জানিয়েছে, মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১০ কোটি ডলার, যা আর-রেটেড হরর ছবির জন্য বড় সাফল্য। ছবিটির বাজেট ৩ কোটি ৮০ লাখ ডলার।
জুলিয়া গার্নার, জশ ব্রোলিন, অস্টিন আব্রামস অভিনীত ছবিটির গল্প শুরু হয় নিখোঁজ-রহস্য দিয়ে। এক রাতে একই প্রাথমিক বিদ্যালয়ের ১৭ জন শিশু রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। ধীরে ধীরে সামনে আসতে থাকে অনেক ঘটনা। ছবিতে স্কুলশিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী জুলিয়া গার্নার।
‘ওয়েপনস’ সিনেমার দৃশ্য। ছবি: আইএমডিবি