নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কিশোরীকে অপহরণের ৩৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার একটি গ্রাম থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা তাকে উদ্ধার করেন। এ সময় শাহিন মির্জা নামে অপহরণে নাম আসা ব্যক্তি পালিয়ে যায়।
বৃহস্পতিবার পিবিআই নারায়ণগঞ্জের সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কিশোরীকে গত ১০ ফেব্রুয়ারি স্থানীয় মাদ্রাসার সামনে থেকে শাহিন মির্জার নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ১৩ মার্চ ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলাটি তদন্তের জন্য নারায়ণগঞ্জ পিবিআইকে নির্দেশ দেন আদালত। গত বুধবার পরিদর্শক আব্দুল বাতেনের নেতৃত্বে সংস্থাটির সদস্যরা অভিযান চালিয়ে শাহিন মির্জার বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করেন।
এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শাহিন মির্জার চাচাতো ভাই বলেন, প্রেমের সম্পর্কে তাদের মধ্যে বিয়ে হয়। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। বিয়ের বয়স হয়েছে কিনা– জানতে চাইলে তিনি বলেন, প্রেমের বিয়ে বয়স দেখে হয় না।
পিবিআইর সুপার মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও চ্যানেল ২৪ এর স্টাফ করোসপনডেন্ট আহসান সাদিক শাওনের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ । শুক্রবার ( ১ লা নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে তারা এ শোক প্রকাশ করেন।
গনমাধ্যমে পাঠানো শোক বার্তায় বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক জি এম সুমন বলেন, মরহুমার মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ গভীর ভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, দীর্ঘ ১ মাস অসুস্থ থাকার পর গত বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।