নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কিশোরীকে অপহরণের ৩৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার একটি গ্রাম থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা তাকে উদ্ধার করেন। এ সময় শাহিন মির্জা নামে অপহরণে নাম আসা ব্যক্তি পালিয়ে যায়।
বৃহস্পতিবার পিবিআই নারায়ণগঞ্জের সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কিশোরীকে গত ১০ ফেব্রুয়ারি স্থানীয় মাদ্রাসার সামনে থেকে শাহিন মির্জার নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ১৩ মার্চ ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলাটি তদন্তের জন্য নারায়ণগঞ্জ পিবিআইকে নির্দেশ দেন আদালত। গত বুধবার পরিদর্শক আব্দুল বাতেনের নেতৃত্বে সংস্থাটির সদস্যরা অভিযান চালিয়ে শাহিন মির্জার বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করেন।
এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শাহিন মির্জার চাচাতো ভাই বলেন, প্রেমের সম্পর্কে তাদের মধ্যে বিয়ে হয়। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। বিয়ের বয়স হয়েছে কিনা– জানতে চাইলে তিনি বলেন, প্রেমের বিয়ে বয়স দেখে হয় না।
পিবিআইর সুপার মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীরসাহেব চরমোনাই এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়ন কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান (৩০ জুলাই) বুধবার বিকেলে মোগড়াপাড়া গোহাট্রা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মুহা আব্দুল লতিফ এর সভাপতিত্বে মুহা. জয়নাল আবেদিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (নারায়ণগঞ্জ -৩) সোনারগাঁও আসনের হাতচপাখা মার্কার পদপ্রার্থী মুহা ফারুক আহমাদ মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগড়াপাড়া ইউনিয়ন মুজাহিদ কমিটির সদর হাজী মুহা আলী আহম্মদ মুন্সি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মাওঃ আবুল কালাম আজাদী।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়নের কমিটিকে সপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।