ভারতের বিপক্ষে খেলতে শিলংয়ে হামজা-জামালরা
Published: 20th, March 2025 GMT
দীর্ঘ আট ঘণ্টার ভ্রমণ শেষে ভারতের শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে।
বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। স্থানীয় সময় বিকেল ৪টায় শিলংয়ে পৌঁছে প্রস্তুতির মাঠে নামে দল। এবার মোট ২৪ জনের স্কোয়াড নিয়ে সফরে গেছেন কোচ, কারণ দেশ ছাড়ার আগে চূড়ান্ত স্কোয়াড চূড়ান্ত করা হয়নি।
জাতীয় দলে নতুন করে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি। ইংল্যান্ড থেকে সরাসরি সিলেট হয়ে দলে যোগ দেন এই মিডফিল্ডার। নিজ জেলা হবিগঞ্জে এক রাত কাটিয়ে ১৮ মার্চ রাতে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা করেন।
হামজার দলে যোগ দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই আলোচনায় আসে আরেক চমক, অবসর ভেঙে ফেরত এসেছেন ভারতের তারকা ফরোয়ার্ড সুনীল ছেত্রী। আট মাসের বিরতির পর মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে ফিরেই গোল পান এই অভিজ্ঞ স্ট্রাইকার। সেই ম্যাচে ৩-০ গোলের জয় পায় ভারত। তবে ম্যাচে জয় পেলেও ইনজুরিতে পড়েছেন ভারতের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যা আসন্ন ম্যাচে তাদের জন্য বড় ধাক্কা হতে পারে।
এই সুযোগকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। প্রস্তুতির শেষ সময়গুলোতে ইতোমধ্যে পরিকল্পনা সাজাতে ব্যস্ত কোচ ক্যাবরেরা ও তার শিষ্যরা। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিতে তাই এখন সবার চোখ শিলংয়ের ম্যাচের দিকেই।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার শপথ ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা যোদ্ধাদের
বিজয়ের মাস ঢাকায় এক হলেন একাত্তরে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা; তাঁরা শপথ নিলেন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার।
আজ শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গেরিলা যোদ্ধাদের এই মিলনমেলায় এই বাহিনীর জীবিত সদস্যদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। দিনভর এই আয়োজন করে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী সমন্বয় কমিটি।
একাত্তরে মুক্তিযুদ্ধে আলাদা গেরিলা বাহিনী গঠন করে অংশ নিয়েছিলেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের সদস্যরা। কয়েক হাজার গেরিলা যোদ্ধার এই বাহিনীর নেতৃত্বে ছিলেন কমিউনিস্ট পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ। কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারার যুদ্ধে এই বাহিনীর সদস্যদের আত্মদান মুক্তিযুদ্ধের ইতিহাসে আলোচিত ঘটনা।
স্বাধীনতার পর এই গেরিলা বাহিনীর সদস্যরা মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে অস্ত্র সমর্পণ করেছিলেন। দেড় যুগ আগে আওয়ামী লীগ সরকার গঠনের পর মুক্তিযোদ্ধাদের যে তালিকা করেছিল, তাতে এই বাহিনীর সদস্যদের রাখা হয়নি। পরে উচ্চ আদালতের নির্দেশে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর সদস্যদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
শহীদ মিনারে মিলনমেলার ঘোষণাপত্র পাঠ করেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি এই গেরিলা বাহিনীর সদস্য ছিলেন, স্বাধীনতার পর অনুষ্ঠিত প্রথম ডাকসু নির্বাচনে ভিপি হয়েছিলেন তিনি।
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার একাত্তরে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর মিলনমেলায় সিপিবির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম