ভারতের বিপক্ষে খেলতে শিলংয়ে হামজা-জামালরা
Published: 20th, March 2025 GMT
দীর্ঘ আট ঘণ্টার ভ্রমণ শেষে ভারতের শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে।
বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। স্থানীয় সময় বিকেল ৪টায় শিলংয়ে পৌঁছে প্রস্তুতির মাঠে নামে দল। এবার মোট ২৪ জনের স্কোয়াড নিয়ে সফরে গেছেন কোচ, কারণ দেশ ছাড়ার আগে চূড়ান্ত স্কোয়াড চূড়ান্ত করা হয়নি।
জাতীয় দলে নতুন করে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি। ইংল্যান্ড থেকে সরাসরি সিলেট হয়ে দলে যোগ দেন এই মিডফিল্ডার। নিজ জেলা হবিগঞ্জে এক রাত কাটিয়ে ১৮ মার্চ রাতে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা করেন।
হামজার দলে যোগ দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই আলোচনায় আসে আরেক চমক, অবসর ভেঙে ফেরত এসেছেন ভারতের তারকা ফরোয়ার্ড সুনীল ছেত্রী। আট মাসের বিরতির পর মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে ফিরেই গোল পান এই অভিজ্ঞ স্ট্রাইকার। সেই ম্যাচে ৩-০ গোলের জয় পায় ভারত। তবে ম্যাচে জয় পেলেও ইনজুরিতে পড়েছেন ভারতের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যা আসন্ন ম্যাচে তাদের জন্য বড় ধাক্কা হতে পারে।
এই সুযোগকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। প্রস্তুতির শেষ সময়গুলোতে ইতোমধ্যে পরিকল্পনা সাজাতে ব্যস্ত কোচ ক্যাবরেরা ও তার শিষ্যরা। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিতে তাই এখন সবার চোখ শিলংয়ের ম্যাচের দিকেই।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫