বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৫ এপ্রিল ভর্তি শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ১৫ জুন পর্যন্ত। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা কোর্স ফির ৬০ শতাংশ ছাড় পাবে।

মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান—তিনটি শাখায় শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।

ভর্তির যোগ্যতা: এসএসসি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

১.

দুই কপি ছবি,
২. এসএসসি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণের সনদ,
৩. জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।

আরও পড়ুনপেছাল গণিত পরীক্ষা, এসএসসি-২০২৫-এর নতুন রুটিন প্রকাশ১৯ মার্চ ২০২৫ভর্তি ফি লাগবে:

১. অনলাইন আবেদন ফি ১০০ টাকা,
২. মোট ভর্তি ফি: ৪ হাজার ৫২৩ টাকা,
৩. ঐচ্ছিক বিষয়ের জন্য অতিরিক্ত কোর্স ও পরীক্ষার ফি ৬৩৮ টাকা,
৪. ব্যবহারিক কোর্সপ্রতি অতিরিক্ত ১২৫ টাকা জমা দিতে হবে।

আরও পড়ুনবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত বিষয়ের বাইরের বিষয় পড়াশোনার সুযোগ বন্ধের উদ্যোগ১০ ঘণ্টা আগেভর্তির বিস্তারিত সময়:

১. ভর্তির আবেদনের শুরুর তারিখ: ১৫ এপ্রিল ২০২৫।
২. ভর্তির আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৫।
৩. ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাসের তারিখ: ৮ আগস্ট ২০২৫।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bou.ac.bd

আরও পড়ুন২০২৬ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত পাঠ্যসূচি, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ০৬ ফেব্রুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভর ত র পর ক ষ

এছাড়াও পড়ুন:

সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট, প্রজ্ঞাপন জারি

৩০০ আসনের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর একই দিনে পৃথক ব্যালট পেপারের মাধ্যমে গণভোট আয়োজনের সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ এর ওপর গণভোট অধ্যাদেশ জারি করেছেন। 

গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১১ অনুযায়ী জুলাই সনদে প্রস্তাবিত সাংবিধানিক সংস্কার সম্পর্কে জনগণের সম্মতি আছে কি না (হ্যাঁ/না) তা যাচাই করতে ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার গণভোট অনুষ্ঠিত হবে।

গণভোটে যে প্রস্তাবগুলো থাকবে
(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের প্রক্রিয়া অনুযায়ী গঠন।
(খ) জাতীয় সংসদকে দুই কক্ষবিশিষ্ট করা, দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব এবং সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন বাধ্যতামূলক করা।
(গ) নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও কমিটি প্রধান নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ জুলাই সনদের ৩০টি বিষয়ে অর্জিত ঐকমত্য বাস্তবায়নে বিজয়ী রাজনৈতিক দলগুলোর বাধ্যবাধকতা।
(ঘ) জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্সে পৃথক ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা/এএএম/এস

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে হেবা সম্পত্তী সাইনবোর্ড উপড়ে ফেলায় থানায় অভিযোগ 
  • এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
  • গার্ডিয়ানে কাজ করা গাজার সাংবাদিক পেলেন ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ডস
  • এইচএসসি পরীক্ষা-২০২৬ নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের
  • ট্রাম্প অস্ত্রবিরতির ঘোষণা দিলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে লড়াই চলছে
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৩ ডিসেম্বর ২০২৫)
  • এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষা ফলাফলের, মেধাক্রম যেভাবে
  • সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট, প্রজ্ঞাপন জারি
  • এমবিবিএস–বিডিএস পরীক্ষা আজ, শিক্ষার্থীদের মানতে হবে কিছু নির্দেশনা, ১ আসনে পরীক্ষার্থী ২২ জন