ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালংকার-টাকা লুট
Published: 21st, March 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুটে নিয়েছে ডাকাতরা। গতকাল শুক্রবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়ায় এ ঘটনা ঘটে। ডাকাতিতে বাধা দেওয়ায় ওই পরিবারের চারজনকে কুপিয়েছে হামলাকারীরা।
স্থানীয় সূত্র জানায়, মাঝিনা কোটাপাড়ার বাড়িটি স্থানীয় ব্যবসায়ী কবির হোসেনের। শুক্রবার ভোরে ১৫-২০ জন সশস্ত্র ডাকাত পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হানা দেয়। তারা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।
আহত ব্যবসায়ী কবির আহমেদের ভাষ্য, ডাকাতরা তাদের কাছে আলমারির চাবি চাইলে তারা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে সবাইকে কোপাতে থাকে। পরে আলমারির তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুটে নেয়।
এ সময় কবির, তাঁর স্ত্রী রৌশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও ছোট ভাই মোক্তার হোসেন ডাকাতদের কোপে গুরুতর আহত হন। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেন। এ সময় দ্রুত সময়ের মধ্যেই ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এলাকাবাসী আহত অবস্থায় কবির হোসেন, রৌশনা আক্তার, নাদিয়া ইসলাম, মোক্তার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নারায়ণগঞ্জের ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবস য়
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা থানা যুবদলের দোয়া
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ) বাদ এশা সদর উপজেলার দক্ষিণ সস্তাপুরে ফতুল্লা থানা যুবদল নেতা তৌহিদ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
ফতুল্লা থানা যুবদল নেতা তৌহিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকেরবিএনপি নেতা মজিবুর রহমান সরকার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আঃ জব্বার, মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রাইয়ান হক,যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, সদস্য রুহুল আমিন,নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসকে শাহীন, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক মো.জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, যুবদল নেতা নাজমুল হাসান, জাহিদুল হাসান, মেহেদী হাসান শ্যামল, আরিফ হোসেন, সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যুবদলের নেতৃবৃন্দ।