বক্সিং কিংবদন্তির জর্জ ফোরম্যান মারা গেছেন। দু’বারের হেভিওয়েট এ বিশ্বচ‍্যাম্পিয়ন শুক্রবার তাঁর বাড়িতেই মারা যান। তাঁর পরিবার এই খবর জানিয়েছে। 

শুক্রবার তাঁর মৃত্যুর সংবাদ পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে। ফোরম্যানের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে তাঁর পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘‌হৃদয়বিদারক খবর। গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় জর্জ এডওয়ার্ড ফোরম্যান আর নেই। ২১ মার্চ তিনি মারা গেছেন।’‌ খবর- বিবিসি

ফোরম্যানের বয়স হয়েছিল ৭৬ বছর। ১৯৬৮ সালের মেক্সিকো অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ফোরম্যান ছিলেন দুবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন। জায়গা পেয়েছিলেন আন্তর্জাতিক বক্সিংয়ের হল অব ফেমে।

বক্সিংয়ের আরেক কিংবদন্তি মোহম্মদ আলির সঙ্গে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ এ লড়েছিলেন জর্জ ফোরম্যান। ১৯৭৩ সালে ফোরম্যান প্রথম হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন হন। হারিয়েছিলেন অপ্রতিরোধ্য জো ফ্রেজিয়ারকে। কিন্তু ১৯৭৪ সালে তিনি হেরে গিয়েছিলেন কিংবদন্তি মহম্মদ আলির কাছে। এরপর আচমকাই তিনি বক্সিং থেকে উধাও হয়ে যান। রিংয়ে আচমকাই ফেরেন ১৯৯৪ সালে। সেবার হেভিওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন হন মাইকেল মুরেরকে হারিয়ে। 

সবচেয়ে বেশি বয়সে হেভিওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ফোরম্যানের দখলে। খেতাব জিতেছিলেন ৪৬ বছর ১৬৯ দিন বয়সে। তাঁর কেরিয়ার রেকর্ড ৭৬–৫। তার মধ্যে ছিল ৬৮টি নকআউট। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বদন ত

এছাড়াও পড়ুন:

ভারতে মন্দিরের দেয়াল চাপা পড়ে ৮ জনের মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম জেলায় চন্দনোৎসবের অনুষ্ঠান চলাকালে দুর্ঘটনায় প্রাণ গেল আট ভক্তের। মঙ্গলবার গভীর রাতে বিশাখাপত্তনমের প্রসিদ্ধ এক মন্দিরের ভিতরের দেওয়াল আচমকা ভেঙে পড়ে। এতে চাপা পড়ে আট জনের মৃত্যু হয় এবং আহত হয় আরো বেশ কয়েক জন। 

প্রশাসন সূত্র জানিয়েছে, মঙ্গলবার গভীর রাত পর্যন্তও ছিল ভক্তদের ভীড়। ওই সময় আচমকা মন্দিরের প্রায় ২০ ফুট উঁচু একটি দেয়াল ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান ভক্তদের অনেকেই। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  কিন্তু আট জন প্রাণ হারান। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁদের। নিহতদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং তিন জন মহিলা রয়েছেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো তিন জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

বুধবার সকালেও চলছে উদ্ধারকাজ। এখনো কেউ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করেছেন তিনি। শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। একই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারপিছু ২৫ লাখ রুপি টাকা এবং আহতদের তিন লাখ রুপি আর্থিক  ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।

শাহেদ/সুচরিতা

সম্পর্কিত নিবন্ধ

  • ভারতে মন্দিরের দেয়াল চাপা পড়ে ৮ জনের মৃত্যু