স্ত্রীর সঙ্গে ‘অভিমান’ করে গলায় ফাঁস দিয়েছেন ছেলে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পরই ছেলের মরদেহ আঁকড়ে ধরে আহাজারি করতে থাকেন হতভাগ্য পিতা। সে এক হৃদয়বিদারক দৃশ্য। 

ঘটনা রাজধানী বংশালের। জানা গেছে, স্ত্রীর সঙ্গে অভিমান করে ইয়াসিন আরাফাত বাপ্পি (৩০) নামে এক যুবক ‘আত্মহত্যা’ করেছেন। নিহত বাপ্পি ওই এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা করতেন। 

শনিবার (২২ মার্চ) ইফতারির সময়ের এ ঘটনা। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবা মোহাম্মদ জাবেদ বলেন, ‘‘আজ সন্ধ্যায় ইফতারির সময় বাপ্পি স্ত্রীর সঙ্গে রাগারাগি করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে আমরা দরজা ভেঙে ফ‍্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক আমার ছেলেকে মৃত বলে জানান।’’

তিনি বলেন, ‘‘আমাদের নিজ বাসা বংশালের ১১২/১ আগামাসি লেন। বাপ্পি আত্মহত্যা করলেও, কী কারণে এটা বলতে পারব না। এক ছেলে এক মেয়ের জনক ছিল সে।’’

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, ‘‘মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানায় অবগত করা হয়েছে।’’

ঢাকা/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দি‌লেন মেজর (অব.) আ

বিএনপির সা‌বেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলা‌দেশ জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রে‌ছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দ‌লের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ ক‌রার মধ‌্য দি‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে তিনি জামায়া‌তে যোগ দেন। 

মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। 

দল‌টি‌তে যোগ‌ দি‌য়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দি‌য়ে বরণ ক‌রেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএন‌পিতে থাকা অবস্থায় দলটির বিরু‌দ্ধে মন্তব‌্য করাসহ নানা ‌বিত‌র্কিত কর্মকা‌ণ্ডের জন‌্য তিনি আলোচিত হন।  

বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত নিবন্ধ