স্ত্রীর সঙ্গে ‘অভিমান’ করে গলায় ফাঁস দিয়েছেন ছেলে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পরই ছেলের মরদেহ আঁকড়ে ধরে আহাজারি করতে থাকেন হতভাগ্য পিতা। সে এক হৃদয়বিদারক দৃশ্য। 

ঘটনা রাজধানী বংশালের। জানা গেছে, স্ত্রীর সঙ্গে অভিমান করে ইয়াসিন আরাফাত বাপ্পি (৩০) নামে এক যুবক ‘আত্মহত্যা’ করেছেন। নিহত বাপ্পি ওই এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা করতেন। 

শনিবার (২২ মার্চ) ইফতারির সময়ের এ ঘটনা। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবা মোহাম্মদ জাবেদ বলেন, ‘‘আজ সন্ধ্যায় ইফতারির সময় বাপ্পি স্ত্রীর সঙ্গে রাগারাগি করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে আমরা দরজা ভেঙে ফ‍্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক আমার ছেলেকে মৃত বলে জানান।’’

তিনি বলেন, ‘‘আমাদের নিজ বাসা বংশালের ১১২/১ আগামাসি লেন। বাপ্পি আত্মহত্যা করলেও, কী কারণে এটা বলতে পারব না। এক ছেলে এক মেয়ের জনক ছিল সে।’’

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, ‘‘মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানায় অবগত করা হয়েছে।’’

ঢাকা/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা। 

চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ