জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনুষ্ঠিত বি (কলা ও আইন অনুষদ), সি (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টায় ডি ইউনিটের এবং বি ও সি ইউনিটের ফলাফল বেলা ২টায় প্রকাশিত হয়। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়কের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পারবেন। আগামী ৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা www.

admission.jnu.ac.bd তে লগইন করে বিষয় পছন্দ (subject choice) দিতে পারবেন।

ডি ইউনিটের দুটি পালায় মোট আসন সংখ্যা ৫৯০টি। প্রথম পালায় মোট আসন ২৯৪টি। যার মধ্যে মানবিক ১৯২, বাণিজ্য ৩৩, বিজ্ঞান বিভাগের জন্য ৬৯। দ্বিতীয় পালায় মোট আসন ২৯৬টি। যার মধ্যে মানবিক ১৯৩, বাণিজ্য ৩২ এবং বিজ্ঞান বিভাগের জন্য থাকবে ৭১ আসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিলে ১৫০০০ এবং পিএইচডিতে ২০০০০, আবেদনের সময় আরও বৃদ্ধিআইডিবি দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে হাতখরচের অর্থ

সি ইউনিটের দুটি পালায় মোট আসন সংখ্যা ৫২০টি। প্রথম পালায় মোট আসন ২৩০টি। সব কটি আসন বাণিজ্য অনুষদের জন্য। দ্বিতীয় পালায় মোট আসন ২৯০টি। যার মধ্যে বাণিজ্যের জন্য ২৩০ আসন, মানবিক ১৬ এবং বিজ্ঞান বিভাগের জন্য থাকবে ৪৪টি আসন।

সি ইউনিটের তিনটি পালায় মোট আসন সংখ্যা ৭৮৫টি। প্রথম পালায় মোট আসন ২৯৪টি। মানবিক ২১৬, বাণিজ্য ৩৭, বিজ্ঞান বিভাগের জন্য ৪১। দ্বিতীয় পালায় মোট আসন ২৯২টি। যার মধ্যে মানবিক ২১৮, বিজ্ঞান ৩৯, বাণিজ্য বিভাগের জন্য ৩৫টি। তৃতীয় পালায় মোট আসন ১৯৯টি। মানবিক ১২৪, বিজ্ঞান ৬৫, বাণিজ্য বিভাগের জন্য ১০টি আসন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব জ ঞ ন ব ভ গ র জন য ত য় প ল য় ম ট আসন ইউন ট র র ভর ত আসন স

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ