নিজের ‘আইডল’ বা আদর্শের সামনে গোল করে তাঁর মতো করে উদ্‌যাপন নিশ্চিতভাবে দারুণ কিছু। কদিন আগে তেমনই এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন রাসমুস হয়লুন্দ।

নেশনস লিগে পর্তুগাল–ডেনমার্কের শেষ আটের ম্যাচে গোল করার পর রোনালদোর সামনেই তাঁর মতো করে ‘সিউ’ উদ্‌যাপন করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ তারকা রাসমুস হয়লুন্দ।

সেদিনের পর থেকে হয়লুন্দের উদ্‌যাপন নিয়ে চলছে নানা আলোচনা। হয়লুন্দ অবশ্য বলেছেন, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে না, তিনি শুধু নিজের আদর্শকে অনুকরণ করেছেন।

আরও পড়ুন‘ভক্তে’র কাছে হার রোনালদোর, হার এমবাপ্পেরও, জিতল জার্মানি২১ মার্চ ২০২৫

হয়লুন্দ বলেছেন, ‘এটা আমার আদর্শের জন্য। এটা এমন না যে আমি তাকে ব্যঙ্গ করছি বা তেমন কিছু। আমি সব সময় বলেছি, আমার জন্য এবং আমার ফুটবল ক্যারিয়ারে সে অনেক গুরুত্বপূর্ণ।’

২২ বছর বয়সী হয়লুন্দের এই উদ্‌যাপন এবং তাঁর কথার জবাব দিয়েছেন রোনালদোও। হয়লুন্দের উদ্‌যাপনে অসম্মানজনক কিছু খুঁজে না পেলেও সেই উদ্‌যাপন ফিরিয়ে দিতে প্রত্যয়ী ‘সিআর সেভেন’। রোনালদো বলেছেন, ‘এটা আমার জন্য সমস্যা না। আমি জানি এখানে অসম্মানজনক কিছু ছিল না। আর পৃথিবীতে সে শুধু একা না যে আমার মতো উদ্‌যাপন করেছে। এটা বোঝার মতো যথেষ্ট বুদ্ধি আমার আছে। এটা আমার সম্মানেই করা।’

এরপরই অবশ্য আসল কথাটা বলেছেন রোনালদো, ‘আশা করি আগামীকাল (আজ রাতে) আমিও তাঁর সামনে উদ্‌যাপন করতে পারব। এটা দারুণ হবে। আমি আনন্দিত যে আমার উদ্‌যাপন তাঁর পছন্দ হয়েছে।’

আরও পড়ুন২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ফিট থাকতে বিশেষ যে খাবার খাচ্ছেন রোনালদো১৮ মার্চ ২০২৫

হয়লুন্দ অবশ্য আগেও রোনালদোর প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছিলেন, ‘আমি বাড়িয়ে বলছি না। তবে ক্রিস্টিয়ানো আমার কাছে সবকিছু। ক্রিস্টিয়ানোর কারণেই আমি ফুটবলের প্রতি ভালোবাসা অনুভব করি। আমি ঘুমাতে যাওয়ার আগে নানা ধরনের শারীরিক কসরত করি শুধু ক্রিস্টিয়ানোর জন্য। কারণ, আমি রোনালদোর মতো হতে চাই।’

আরও পড়ুনমেসি ও রোনালদো এখন কত টাকার মালিক১৪ মার্চ ২০২৫

ডেনমার্কের বিপক্ষে ফিরতি লেগে আজ রোনালদোদের সামনে চ্যালেঞ্জটা ঘুরে দাঁড়ানোর। প্রথম লেগে ১–০ গোলে হারায় এখন বেশ চাপেও আছে তারা। তবে যেকোনো মূল্যে আজ রাতে দলের জয় চান রোনালদো, ‘এটা শুধু আমার গোল করার ব্যাপার না। আমি শুধু চাই পর্তুগাল ম্যাচটা জিতুক। যদি আমি না খেললে দল জেতে, তাই হোক।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বল ছ ন র জন য র স মন

এছাড়াও পড়ুন:

পুলিশের ওপর হামলা করে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিল জনতা, গ্রেপ্তার ৩

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পুলিশের ওপর হামলা করে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে দুই নারীসহ তিনজনকে। গতকাল সোমবার রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ডিবির উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদী, সহকারী উপপরিদর্শক (এএসআই) খোকন হোসেন ও রিংকু বড়ুয়া, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও মুজিবুর রহমান। তাঁদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন জয়নাল আবদীন (২০), রুজিনা আক্তার (৩২) ও মোসাম্মৎ রূপধন (৪৮)। তাঁরা জয়নগর গ্রামেরই বাসিন্দা।

পুলিশ জানায়, রাতে ওই এলাকায় মোহাম্মদ আলমগীর নামের এক মাদক কারবারিকে ধরতে তারা অভিযান চালায়। আলমগীরকে আটক করা হলে স্থানীয় প্রায় অর্ধশত বাসিন্দা জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, এ ঘটনায় আহত এসআই তানভীর মেহেদী বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • চট্টগ্রামে অটোরিকশা চালকদের সমাবেশ পণ্ড, গ্রেপ্তার তিন
  • চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশ পণ্ড, আটক ৩
  • খুলনায় কলেজ ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পুলিশের ওপর হামলা করে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিল জনতা, গ্রেপ্তার ৩
  • রিকশাচালকদের সমাবেশ থেকে বাসদ নেতাসহ তিনজন গ্রেপ্তার
  • চট্টগ্রামে ব্যাটরিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ পণ্ড, আটক ৩
  • গতকালের বক্তব্যে রোহিঙ্গাদের জন্য ‘নিরাপদ অঞ্চল’ গড়ার কথা বোঝাতে চেয়েছি: জামায়াত নেতা তাহেরের বিবৃতি