নরসিংদীর মনোহরদীর একটি সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা  নেসলে কম্পানির একটি পিকআপ ভ্যান আটকে প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

সোমবার (২৪ মার্চ) রাতে মনোহরদী-ড্রেমেরঘাট আঞ্চলিক সড়কের গজারিয়া স্লুইসগেটে ঘটনাটি ঘটে।

মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান ও কম্পানির লোকজনদের উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।”

আরো পড়ুন:

বরগুনাগামী বাসে ডাকাতি

সাভারে চলন্তবাসে ছিনতাইয়ের অভিযোগ, আটক ৩

গাড়িচালক গফুরউদ্দিন জানান, সোমবার সকালে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন নেসলে কম্পানির পরিবেশকের গুদাম থেকে পণ্য বিক্রির জন্য পিকআপ ভ্যানটি বের হয়। চকবাজার এবং নোয়াকান্দী বাজারে বিক্রি শেষে মনোহরদী ফিরছিল পিকআপ ভ্যানটি। মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া স্লুইসগেটের সামনে পৌঁছলে সাদা রঙের একটি হায়েস গাড়ি সড়কের মাঝে দাঁড় করিয়ে পিকআপ ভ্যানটিকে আটকায় ডাকাতরা। ওই গাড়ি থেকে নেমে আসা ৭-৮ জন মুখোশপড়া ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে পিকআপ ভ্যানটির সামনের গ্লাসে আঘাত করেন। 

তিনি আরো জানান, অন্য একজন গাড়ির দরজা খুলে ফেলেন। ডাকাতরা পিকআপ ভ্যানের ভেতরে থাকা দুই বিক্রয়কর্মীর কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে তারা দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

নেসলের মনোহরদী পরিবেশক কার্যালয়ের ব্যবস্থাপক মাছুম মিয়া বলেন, “মালামাল বিক্রি শেষে ফেরার পথে ৭-৮ জন ডাকাত এসে গাড়ি ভেঙে ব্যাগে থাকা টাকা নিয়ে চলে যায়। ব্যাগে পণ্য বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা ছিল।”

ঢাকা/হৃদয়/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ প কআপ ভ য ন

এছাড়াও পড়ুন:

নীল সমুদ্রে দক্ষিণ আফ্রিকার নীল বেদনা, ভারত বিশ্ব চ‌্যাম্পিয়ন

অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল মুম্বাইয়ের ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। ২২ গজে আরও একবার ভারতের আধিপত‌্য, শাসন। যেন শিরোপার পায়চারি অনেক আগের থেকেই। 

ব‌্যাটিংয়ে পর্বত ছুঁই-ছুঁই রান। এরপর স্পিনে ফুল ফোটালেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকা লড়াই করল সাধ‌্যের সবটুকু দিয়ে। ব্যাটে-বলে সহজে হাল ছাড়ল না তারাও। হৃদয় জিতলেন। কিন্তু শেষ পর্যন্ত পাত্তাই পেল না। ভারতের শক্তি-সামর্থ‌্যের গভীরতার কাছে হার মানতেই হলো প্রোটিয়া নারীদের।

আরো পড়ুন:

৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে

কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস

মুম্বাইয়ের নাভি স্টেডিয়ামের নীল সমুদ্রে সব আতশবাজি আজ রাতে ফুটল ভারতের বিশ্বকাপ  উদ্‌যাপনে। প্রথমবার ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডেতে বিশ্ব চ‌্যাম্পিয়ন। ৫২ রানের বিশাল জয় বুঝিয়ে দেয় হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা কিংবা শেফালি বার্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা ২২ গজকে কতটা আপন করে নিয়েছেন। শিরোপা জয়ের মঞ্চে ছাড় দেননি একটুও। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে যে ভুলগুলো হয়েছিল...সেগুলো আজ ফুল হয়ে ঝরল। 

বৃষ্টি বাঁধায় বিঘ্ন ম‌্যাচে আগে ব‌্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রানের স্কোর পায় ভারত। ৪৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করতে পারে প্রোটিয়া নারীরা। নাডিন ডি ক্লার্ক শেষ ব‌্যাটসম‌্যান হিসেবে যখন আউট হলেন, স্টেডিয়ামের প্রায় ষাট হাজার ভারতীয় সমর্থকদের মুখে একটাই স্লোগান, চাক দে ইন্ডিয়া।

ওই জনসমুদ্রের স্লোগান, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’। 

বিস্তারিত আসছে …

 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ