বাংলাদেশ ০ : ০ ভারত

সুনীল ছেত্রী কতটা ভয়ংকর, অন্তত বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা ভালো করেই জানেন। সেটা বোধ হয় মাঠে নামার আগে হামজা চৌধুরীকে ভালোভাবে বুঝিয়ে বলেছেন কোচ। হামজাও পুরো ৯০ মিনিট অক্ষরে অক্ষরে পালন করেছেন নিজের দায়িত্ব। ম্যাচের পুরো সময় ভারতের এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে বোতলবন্দী রাখার পাশাপাশি পুরো মাঠেই খেলেছেন হামজা।

জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ হামজাকে নিয়েই শুরুর একাদশ সাজান কাবরেরা। লাল রঙের ৮ নম্বর জার্সি পরে প্রথমবার দেশের হয়ে মাঠে নামেন প্রিমিয়ার লিগ খেলা এই খেলোয়াড়। এমনিতে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতে অভ্যস্ত হলেও বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে তাঁর পজিশন ছিল সেন্ট্রাল মিডফিল্ড। ক্যারিয়ারে এর আগে এই পজিশনে খুব বেশি না খেললেও নিজেকে নিংড়ে দিয়েছেন হামজা। খেলা তৈরির পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো, বল কাড়া ও পাস দেওয়াতেও দুই পা ছুরির মতো চলেছে হামজার।

আরও পড়ুনভারতকে কাঁপিয়েও ড্রয়ের আফসোস বাংলাদেশের৪ ঘণ্টা আগে

রক্ষণভাগ, মাঝমাঠ ও আক্রমভাগ—হামজা মূলত এ তিনটি জায়গায় সময় বুঝে সেতুবন্ধের কাজটা করেছেন। এ কারণে গোটা মাঠে তাঁকে দৌড়াতেও হয়েছে অনেক বেশি। কখনো সেন্ট্রাল মিডফিল্ডে, কখনো সেন্টারব্যাকে খেলার নিয়ন্ত্রণ ধরে রেখেছেন, আবার কখনো প্রতিপক্ষের স্ট্রাইকার সুনীল ছেত্রীকে মার্কিং করার কাজও করেছেন। শুধু ছেত্রী কেন, বাকিরাও হামজার শ্যেনদৃষ্টি এড়াতে পারেননি। ২৬ মিনিটে যেমন বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠেছিলেন ভারতের শুভাশীষ বোস। দৌড়ে গিয়ে তাঁর কাছ থেকে বল কাড়েন হামজা। নইলে ফাঁকা উইং ধরে বিপদ তৈরি করতে পারতেন শুভাশীষ।

রক্ষণ, মাঝমাঠ, আক্রমণভাগ—সবখানেই ছিল হামজার সক্রিয় উপস্থিতি।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পটুয়াখালীতে সালিস বৈঠকে অংশ নিলে নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি

পটুয়াখালীতে স্থানীয় পর্যায়ে সালিস বৈঠকে অংশ নিলে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার রাতে ওই বিজ্ঞপ্তির কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সম্প্রতি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির কিছু নেতা-কর্মী সালিস বৈঠকে অংশ নিয়ে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ ওঠেছে। ভুক্তভোগী ব্যক্তিরা এ বিষয়ে ফেসবুকে নানা মন্তব্য তুলে ধরে ক্ষোভ জানিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দলীয় শৃঙ্খলা বজায় রাখতে জেলা বিএনপি এই বিজ্ঞপ্তি দেয়।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন প্রথম আলোকে বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। সংকটময় মুহূর্ত আসছে, তাই দলীয় নেতা-কর্মীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় না জড়ান, তাই তাঁদের সতর্ক করা হয়েছে।’

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামী সংগঠন। এই দলের প্রত্যেক কর্মী জনগণের আস্থার প্রতীক এবং আন্দোলন-সংগ্রামের অগ্রণী সৈনিক। তাই দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা-কর্মী স্থানীয় পর্যায়ে কোনো প্রকার সালিস, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতদুষ্ট এবং মধ্যস্থতাকারী কার্যক্রমে অংশ নিতে পারবে না।

একই সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে দলীয় নেতা-কর্মীদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি এবং জনগণের পাশে থাকতে বলা হয়েছে। এ ছাড়া নেতা-কর্মীদের সদা হাস্যোজ্জ্বল, ভদ্র ও অমায়িক আচরণমুখী হতে বলা হয়েছে। এ নির্দেশনা অমান্য করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ