ভারত থেকে আসছে আরও ৫০ হাজার টন চাল, প্রস্তাব অনুমোদন
Published: 27th, March 2025 GMT
ভারত থেকে আরও ৫০ হাজার টন নন বাসমতী সেদ্ধ চাল আমদানি করা হচ্ছে। এতে ২ কোটি ১২ লাখ ৩৮ হাজার ৫০০ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২৫৯ কোটি ১১ লাখ টাকা ব্যয় হবে। ভারতের বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এ চাল সরবরাহ করবে। প্রতি টন চালের দাম ধরা হয়েছে ৪২৪ দশমিক ৭৭ মার্কিন ডলার।
আজ বৃহস্পতিবার দেশের খাদ্য মজুত বৃদ্ধি করতে এ–বিষয়ক প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সচিবালয়ে অনুষ্ঠিত সেই বৈঠকে সভাপতিত্ব করেন।
দুই সপ্তাহ আগে ১৪ মার্চ ভারতের এস পাত্তাভী অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেডের কাছ থেকেও ৫০ হাজার টন নন বাসমতী সেদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছিল ক্রয় কমিটি। তখন প্রতি টন চালের দাম ধরা হয়েছিল ৪২৯ দশমিক ৫৫ মার্কিন ডলার। সেই হিসাবে দুই সপ্তাহের ব্যবধানে চালের আমদানি দাম একটু কম পড়ছে।
এক মাসের একটু বেশি আগে গত ২০ ফেব্রুয়ারি একই ধরনের চাল আমদানির দাম ছিল প্রতি টন ৪৩৪ দশমিক ৫৫ মার্কিন ডলার। ভারতের পাশাপাশি পাকিস্তান, ভিয়েতনাম ও সিঙ্গাপুর থেকেও চাল আমদানি করছে বাংলাদেশ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ল আমদ ন
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//