বগুড়ায় মদ পানে দুজনের মৃত্যু, আরেকজনের অবস্থা সংকটাপন্ন
Published: 29th, March 2025 GMT
বগুড়ায় মদ পানের পর অসুস্থ হয়ে মো. রাসেল (৩৫) ও মো. আওরঙ্গজেব ওরফে চিংটু (৪০) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে ছয়-সাত ঘণ্টার ব্যবধানে তাঁরা মারা যান। তাঁদের দুজনের বাসা বগুড়া শহরের ঠনঠনিয়া হাড়িপাড়া এলাকায় বলে পুলিশ নিশ্চিত করেছে।
আওরঙ্গজেব গতকাল সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এবং রাসেল দিবাগত রাত তিনটার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় সনি (৪৫) নামের আরও এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মারা যাওয়া আওরঙ্গজেব ঠনঠনিয়ার হাড়িপাড়া এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং রাসেল হাড়িপাড়ার বটতলা এলাকার মৃত আবু তালেবের ছেলে। চিকিৎসাধীন সনি ঠনঠনিয়ার হাড়িপাড়ার জয়দেব চন্দ্রের ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন ঘটনাটি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদ পানে অসুস্থ হয়ে গতকাল রাতে ঠনঠনিয়া হাড়িপাড়া এলাকায় দুজনের মৃত্যু হলেও পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হয়। আজ শনিবার দফায় দফায় মারা যাওয়া দুজনের বাসায় পুলিশ পাঠানো হলেও মদ পানে মৃত্যুর বিষয়টি চেপে যায় পরিবার। পরে হাসপাতালের ডেথ সার্টিফিকেট (মৃত্যুসনদ) দেখে মদ পানে রাসেল ও আওরঙ্গজেব নামের দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ওসি আরও বলেন, গত বৃহস্পতিবার রাতে শহরের ঠনঠনিয়া এলাকায় কয়েকজন বন্ধু মিলে মদ পানের পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। তবে অতিরিক্ত মদ পানে নাকি বিষাক্ত মদ পানে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, মদ পানে অসুস্থ মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: মদ প ন দ জন র গতক ল
এছাড়াও পড়ুন:
বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ
ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।
বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা।
রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান।
বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।
বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
তথ্যসূত্র: বাসস
ঢাকা/ইভা