পদ্মা ও যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২০ হাজার মোটরসাইকেল পার
Published: 29th, March 2025 GMT
ঈদের আনন্দ স্বজনের সঙ্গে ভাগাভাগি করে নিতে শেষ মুহূর্তে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে সড়ক-মহাসড়কে। এর প্রভাব পড়েছে পদ্মা ও যমুনা সেতুতে। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই সেতু দিয়ে প্রায় ২০ হাজার মোটরসাইকেল পারাপার হয়েছে।
নির্বিঘ্নে পদ্মা সেতু অতিক্রম করছে ঘরমুখী মানুষ। দুটি লেনে মোটরসাইকেলসহ ৯টি লেনে মানুষ সেতুতে প্রবেশ করছে। পরিস্থিতি সামাল দিতে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় অস্থায়ী একটি টোল বুথ চালু করা হয়েছে। সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী ফেরদৌস জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪২ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৬৪ হাজার ৭৪০টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহনের মধ্যে ১৬ হাজার মোটরসাইকেল।
পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৯ হাজার ৬৩৭টি যান পারাপার হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল ছিল প্রায় ১০ হাজার।
তিনি বলেন, চৈত্রের দাবদাহ থেকে বাঁচতে অনেকেই ভোরে রওনা দেন। তাই সকালে পদ্মা সেতুর টোল প্লাজায় লম্বা লাইন দেখা যায়। মোটরসাইকেল, প্রাইভেটকার, জিপ, মাইক্রো, বাস, ট্রাক সব ধরনের যানবাহনই সেতু পারাপার হচ্ছে। কখনো যানবাহনের চাপ বেড়ে সারি দীর্ঘ হচ্ছে। আবার কখনো ফাঁকা হয়ে যাচ্ছে।
এদিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে তিন গুণ। তবে যানজট নেই। স্বাভাবিক গতিতে যানবাহন চলছে। মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল বেশি চলাচল করছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৯ হাজার ১৬৩টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ লাখ ৫৮ হাজার ১৫০ টাকা। শনিবার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যমুনা সেতুর টোল প্লাজায় মোটারসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে।
যযুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পার হচ্ছে। এ ছাড়া দুই পাশেই মোটরসাইকেলের জন্য আলাদা দুটি করে চারটি বুথ রয়েছে। এতে ভোগান্তি ছাড়াই ঘরমুখী মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: প র প র হয় ছ
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//