গাজীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৫
Published: 30th, March 2025 GMT
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় বন বিভাগের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে যৌথবাহনী।
রোববার সকাল ৯টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর দুই দফা হামলা চালায় দখলকারীরা। এতে বন বিভাগের অন্তত ৫ জন আহত হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং হামলায় ব্যবহার করা একটি প্রাইভেটকার জব্দ করেছে যৌথবাহিনী।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে বন বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় ঈদের আগের দিন বসতবাড়ি উচ্ছেদের প্রতিবাদে দখলকারী ও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে সিনাবহ -কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে। একপর্যায়ে বন বিভাগের কর্মচারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে যৌথবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরের দিকে হঠাৎ একটি প্রাইভেটকার যোগে কয়েকজন যুবক এসে বন কর্মকর্তাদের ওপর লাঠি সোটা নিয়ে হামলা করে। এতে বন বিভাগের অন্তত ৫ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাইভেকারটি জব্দ ও প্রাইভেটকার চালক ও এক নারীকে আটক করে যৌথবাহিনী। অভিযানে একটি ডুপ্লেক্স বাড়িসহ শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করা হয়।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে হামলা, আহত ৪
সিদ্ধিরগঞ্জে নাসিক ৪ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় জমি দখলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত চারজন আহত হয়েছে। আহতদের এলাকাবাসী উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হসপিটালে নিয়ে যায়। আহতরা হলেন, আব্দুল সোবহান (৬২), আব্দুল আজিজ (৪৫),রবিন (৩৮) ও মুক্তার হোসেন।
সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। উক্ত মারামারির ঘটনায় মুক্তার হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, সিদ্ধিরগঞ্জ আজিবপুর এলাকার বাসিন্দা বিবাদী আহমাদুল্লাহ (৫০), মোহাম্মাদ হোসেন (৪৫), সফর আলী (৪৫), জাফর হোসেন (৫০) সর্ব পিতা মৃত মমির আলী, সাইফুল ইসলাম (২৬), ফয়সাল হোসেন (২৪) উভয় পিতা মোহাম্মাদ উল্যাহ, রব কাজির ছেলে শরিফুল ইসলাম (২৮), কামাল হোসেন সহ অজ্ঞাত আরো ২০ থেকে ৩০ জন নুর বানু বেগম (৬৫) এর সিদ্ধিরগঞ্জ হাউজিং ছাপাখানা মোড়ে ক্রয়কৃত ৫ শতাংশ জমি দখল করতে যায়।
মানুষের মুখে দখলের কথা শুনে নুর বানু বেগমের ছেলে মুক্তার হোসেন উক্ত জমির সামনে গেলে উক্ত বিবাদীরা মুক্তার কে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। মুক্তার হোসেন গালিগালাজ করতে নিষেধ করলে উক্ত বিবাদীরা দেশীয় অস্ত্র এসএসের পাইপ দিয়ে মুক্তারকে এলোপাথাড়ি মারধর শুরু করে।
মুক্তার কে মারধর করছে এমন খবর পেয়ে মুক্তারের চাচাতো ভাইরা ঘটনাস্থলে আসলে তাদেরকেও মারধর করে গুরুতর আহত করে উক্ত বিবাদী গং। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বিবাদীগণ পালিয়ে যান। যাওয়ার সময় বাদীদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে যান।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হসপিটালে নিয়ে যান। চিকিৎসা শেষে মুক্তার হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় এসে বিবাদীদের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।
বাদী মুক্তার হোসেন জানান, আমার মা নুর বানু বেগম সিদ্ধিরগঞ্জ ছাপাখানা মোড়ে ৫ শতাংশ জমি ক্রয় করেন।আমার মায়ের নামে নামজারি খাজনা সহ যাবতীয় কাগজপত্র রয়েছে। উক্ত বিবাদী গং দীর্ঘদিন যাবত এই জায়গাটি দখল করার পায়তারা করছে।
বিবাদীরা সোমবারে বিকালে আমার মায়ের জমি দখল করতে আসলে আমরা বাধা প্রদান করি। এক পর্যায়ে বিবাদীরা দেশী অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করেছি। আমি উক্ত বিবাদীগণের কঠিন শাস্তি কামনা করছি প্রশাসনের কাছে।
সিদ্ধিরগঞ্জ থানার (উপ- পরিদর্শক) এসআই সালেকুজ্জামান বলেন, মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।