মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার সরকারের আরোপিত শুল্কের কারণে গাড়ি নির্মাতারা দাম বাড়ালে তার কিছু যায় আসে না। আসলে, কর আরোপের মাধ্যমে তিনি তাদের উৎসাহিত করছেন।

আমদানি করা গাড়ি ও যন্ত্রাংশের উপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার পর দাম বৃদ্ধি এড়াতে তিনি কি গাড়ি নির্মাতাদের উপর চাপ দিয়েছিলেন কিনা এনবিসি নিউজ জানতে চাইলে ট্রাম্প তা অস্বীকার করেন। 

ট্রাম্প বলেন, “না, আমি কখনোই তা বলিনি। তারা দাম বাড়ালেও আমার কিছু যায় আসে না, কারণ মানুষ আমেরিকান গাড়ি কিনতে শুরু করবে।”

ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার জানিয়েছিল, ট্রাম্প চলতি মাসে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীর সাথে ফোনে কথা বলেছেন। আমদানি করের কারণে দাম বাড়ালে তিনি আরো বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

ট্রাম্প শনিবার জানিয়েছেন, তিনি আশা করেন যে তার শুল্কের ফলে আমদানি করা গাড়ির দাম বৃদ্ধি পাবে। কারণ এটি গাড়ি নির্মাতাদের তাদের গাড়ি ও যন্ত্রাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি করতে উৎসাহিত করবে এবং গ্রাহকদের আমেরিকান গাড়ি কিনতে রাজি করাবে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম র ক

এছাড়াও পড়ুন:

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার (১৩‌ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।

শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।

বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ