জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
Published: 31st, March 2025 GMT
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে সবার মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত শেষে এ দোয়া কামনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম। এসময় হাজার হাজার মুসল্লির আমিন আমিন শব্দ প্রতিধ্বনিত হয়।
আজ সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান এ জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকে হাজার হাজার মুসল্লি ঈদগাহ ময়দানে জড়ো হতে থাকেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে জামাতে দায়িত্ব পালন করেন। ক্বারী হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে নামাজ পড়েন। ঈদের এ জামাতে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।
দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বক্তব্য রাখেন। বাধা উপেক্ষা করে জাতিকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এরপর মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মুসলিম বিশ্বকে হেফাজত, মুসলিম উম্মাকে রক্ষা, দেশকে বিশেষ সেবা, হেফাজত প্রদান, দেশকে নিয়ে ষড়যন্ত্র বরবাদ করে দেওয়ার প্রার্থণা করা হয়। অমুসলিমরা যেন নিরাপদে থাকতে পারে সেজন্য দোয়া করা হয়।
জুলাই গণঅভ্যুন্থানে নিহত, আহতদের জন্য দোয়া কামনা করা হয়।
নিরাপত্তায় নিয়োজিত ছিলো বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জাতীয় ঈদগাহে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়।
ঢাকা/মামুন/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ঈদগ হ ত অন ষ ঠ ত ম হ ম মদ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন