নারায়ণগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবককে গুলি করে হত্যা
Published: 1st, April 2025 GMT
নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব বিরোধের জেরে মো. পায়েল নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত পায়েল (৩৭) কাশিপুর মধ্যপাড়া এলাকার হাসমত উল্লাহর ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, নিহত পায়েল মাদক ব্যবসা করত। অন্য কোনো কাজ করত না। মাদক ব্যবসার বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড বলে এলাকাবাসী জানিয়েছে।
নিহত পায়েলের বড় ভাই মাসুম জানান, রোববার রাতে পায়েল ও পাশের বাড়ির রায়হান বাবু ওরফে ‘কবুতর বাবুর’ মধ্যে কবুতর নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় ঈদের দিন সকালে ‘কবুতর বাবু’ পিস্তল দিয়ে পায়েলের বুকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় পায়েলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢামেক হাসপাতালে নেয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো.
ফতুল্লা থানার ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা হবে এবং আমরা তদন্তসহ অভিযুক্ত রায়হান বাবুকে আটকের চেষ্টা করছি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা থানা যুবদলের দোয়া
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ) বাদ এশা সদর উপজেলার দক্ষিণ সস্তাপুরে ফতুল্লা থানা যুবদল নেতা তৌহিদ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
ফতুল্লা থানা যুবদল নেতা তৌহিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকেরবিএনপি নেতা মজিবুর রহমান সরকার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আঃ জব্বার, মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রাইয়ান হক,যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, সদস্য রুহুল আমিন,নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসকে শাহীন, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক মো.জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, যুবদল নেতা নাজমুল হাসান, জাহিদুল হাসান, মেহেদী হাসান শ্যামল, আরিফ হোসেন, সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যুবদলের নেতৃবৃন্দ।