রাগবি বিশ্বকাপও আয়োজন করতে চায় সৌদি আরব
Published: 1st, April 2025 GMT
খেলাধুলায় বিপুল বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায় সৌদি আরব। ইতোমধ্যে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে তারা। এবার রাগবি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাও হাতে নিয়েছে দেশটি।
রাগবি বিশ্বকাপ আয়োজনে এককভাবে নয়, বরং কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে সঙ্গে নিয়ে বিড করার পরিকল্পনা করছে সৌদি আরব। ২০৩৫ বা ২০৩৯ সালের রাগবি বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেতে চায় তিনটি দেশ।
এশিয়া রাগবি ফেডারেশনের প্রধান কাইস আর ধালাই জানিয়েছেন, এই তিন দেশ একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করতে পারলে তা হবে রাগবি ইতিহাসের সবচেয়ে সফল আসর।
তবে শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোই নয়, জাপানও ২০৩৫ বা ২০৩৯ রাগবি বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। ২০১৯ সালে সফলভাবে রাগবি বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা থাকায় জাপানকেও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এছাড়া, ইতালি ও স্পেনও ২০৩৫ রাগবি বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য বিড করবে। যদি ইতালি বা স্পেন ২০৩৫ সালের আয়োজক স্বত্ব পেয়ে যায়, তাহলে সৌদি আরব, কাতার ও আমিরাত ২০৩৯ সালের বিশ্বকাপের জন্য বিড করবে।
এশিয়া রাগবি ফেডারেশনের প্রধান ধালাই মনে করছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য বিশ্বকাপ আয়োজন অসম্ভব কিছু নয়। তিনি বলেন, ‘আমাদের উপসাগরীয় অঞ্চলের নেতারা বিশ্বাস করেন, কিছুই অসম্ভব নয়। আমি এখনই দেখতে পাচ্ছি, ২০৩৫ সালেই এটি (মধ্যপ্রাচ্যের তিন দেশে) হতে পারে।’
আগামী দুই বছরের মধ্যেই ২০৩৫ রাগবি বিশ্বকাপ আয়োজনের বিডিং প্রক্রিয়া শুরু হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স দ আরব
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।
এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়