তাপপ্রবাহের পরিধি কিছুটা কমে আসতে পারে আজ
Published: 3rd, April 2025 GMT
চৈত্রের খরতাপে পুড়ছে চারদিক। দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। কিছু স্থানে আকাশ মেঘলা থাকছে, ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বেশ কয়েক দিন ধরেই এমন অবস্থা চলছে। আজ বৃহস্পতিবার তাপপ্রবাহের পরিধি কমে আসতে পারে। আর শনিবার নাগাদ এই খরতাপ কিছুটা কমে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস।
গতকাল যে ১০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়, সেগুলো হলো রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী, নওগাঁ, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার ও রাঙামাটি। এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিনও রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা ৩৬ থেকে শুরু করে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.
প্রায় চার দিন ধরে দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অবশ্য এরই মধ্যে দেশের উত্তর–পূর্বাঞ্চলের সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
ওমর ফারুক আরও বলেন, আগামী শনিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। সিলেট, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে এ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। বৃষ্টি পরের দিন রোববারও থাকতে পারে।
গতকাল রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিনের চেয়ে গতকাল রাজধানীর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। আজ রাজধানীতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা আছে বলে আবহাওয়ার বার্তায় বলা হয়েছে।
এপ্রিল বছরের উষ্ণতম মাস। এ মাসের গড় তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এ মাসের পূর্বাভাসে বলা হয়েছে। এ ছাড়া এ মাসে একাধিক তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
ইতিমধ্যে দেশের কয়েকটি স্থানে কালবৈশাখী হয়েছে। এ মাসে পাঁচ থেকে সাত দিন বজ্র, শিলাবৃষ্টিসহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখীর আশঙ্কা আছে।
এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপও সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, মাসের মাঝামাঝি সময়ে একটি নিম্নচাপ হওয়ার আশঙ্কা আছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা নিশ্চিত নয় এখনো।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স লস য় স দশম ক গতক ল
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা