ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বরী নদীতে ট্রলারে উচ্চ শব্দে গান বাজিয়ে অশ্লীল নৃত্য ও ধারালো অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। তারা ‘ডেঞ্জার গ্যাং’ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য। গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

অভিযানে ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কের তুলসীখালী সেতুর নিচ থেকে ১৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নবাবগঞ্জের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সরদারকে আটক করে সেনাবাহিনী।

এ সময় তাদের কাছ থেকে আটটি রামদা, সাতটি কুড়াল, ছুরি, হকিস্টিক ও লোহার পাইপ জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আছেন হাসেম আলী (২৭), মো.

শেখ (১৯) ও সোহাগ মোল্লা (২০)। বাকিরা শিশু ও কিশোর।

তুলসীখালী এলাকার বাসিন্দা জয়নাল ব্যাপারী বলেন, ঈদের দিন থেকে কিশোর গ্যাংয়ের সদস্য ও আশপাশের বিভিন্ন এলাকার বখাটেরা ট্রলারে তুলসীখালী সেতুর আশপাশে নদীতে উচ্চ শব্দে গান বাজিয়ে অশ্লীল নাচানাচি করে। পাশাপাশি তারা দেশি অস্ত্র উঁচিয়ে মহড়া দিচ্ছিল। এতে এলাকায় আতঙ্ক ছড়ায়। বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা ট্রলারে অভিযান চালিয়ে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের আটক করে। তিনি বলেন, ‘সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই। জনগণের স্বার্থে এমন অভিযান নিয়মিত চালানো দরকার।’

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে। অভিযানে পুলিশ তাদের সহযোগিতা করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদস য

এছাড়াও পড়ুন:

দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দি‌লেন মেজর (অব.) আ

বিএনপির সা‌বেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলা‌দেশ জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রে‌ছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দ‌লের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ ক‌রার মধ‌্য দি‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে তিনি জামায়া‌তে যোগ দেন। 

মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। 

দল‌টি‌তে যোগ‌ দি‌য়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দি‌য়ে বরণ ক‌রেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএন‌পিতে থাকা অবস্থায় দলটির বিরু‌দ্ধে মন্তব‌্য করাসহ নানা ‌বিত‌র্কিত কর্মকা‌ণ্ডের জন‌্য তিনি আলোচিত হন।  

বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত নিবন্ধ