আদালতের হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন
Published: 4th, April 2025 GMT
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক–ইওল শেষমেশ ক্ষমতাচ্যুতই হলেন। ইতিপূর্বে তাঁকে অভিশংসিত করে পার্লামেন্টের নেওয়া পদক্ষেপকে দেশটির সাংবিধানিক আদালত আজ শুক্রবার দেওয়া রায়ে বহাল রাখেন।
গত বছর প্রেসিডেন্ট ইউন স্বল্প সময়ের জন্য দেশে সামরিক আইন জারি করেছিলেন। এর মধ্য দিয়ে তিনি বিদ্রোহ করেছেন, এমন অভিযোগ আনেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। এছাড়া, তাঁর এমন পদক্ষেপে বিক্ষোভ শুরু হলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পতিত হয় দেশটি।
বিক্ষোভের জেরে একপর্যায়ে পার্লামেন্ট প্রেসিডেন্টকে অভিশংসিত করে। এখন আদালতের এ রায়ের ফলে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হলেন।
নম্বর প্রেসিডেন্ট ইউন সুক–ইওলকে অভিশংসিত করা নিয়ে সাংবিধানিক আদালতের রায়কে সামনে রেখে প্রেসিডেনশিয়াল বাসভবনের সামনে সমবেত বিক্ষোভকারীদের কারও কারও হাতে তাঁর ছবি সংবলিত পতাকা শোভা পায়। সিউল, দক্ষিণ কোরিয়া, ৪ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র প র স ড ন ট ইউন
এছাড়াও পড়ুন:
ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’
লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।
উপকরণ
ঠান্ডা পানি: ৫০০ মিলি
ভাজা শুকনা মরিচ: ২টি
লেবু: ১টি (রস করে নেওয়া)
সরিষার তেল: ১ টেবিল চামচ
রসুন কুচি: ১ চা চামচ
লবণ: স্বাদমতো
প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।
দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।
সূত্র: শিউলি কিচেন
ঢাকা/লিপি