আবেগি বার্তায় ম্যানসিটি ছাড়ার ঘোষণা ডি ব্রুইনির
Published: 4th, April 2025 GMT
চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী এই বেলজিয়াম মিডফিল্ডার। মৌসুম শেষে চুক্তি শেষ হওয়ায় সিটিজেন শিবিরে তার এক দশকের পথচলার ইতি হচ্ছে।
ডি ব্রুইনি তার পোস্টে লিখেছেন, ‘প্রিয় ম্যানচেস্টার। এই পোস্ট দেখে ভক্তরা ভাবতে পারেন, এর শিরোনাম কোথায়। আমি তাই সোজাসাপ্টা কথা বলছি। সকলকে জানিয়ে দিচ্ছি যে, সামনের মাসগুলো ম্যানসিটির হয়ে আমার শেষ।
এই বার্তা লেখা সহজ নয়। কিন্তু ফুটবলার হিসেবে আমরা জানি যে, এই দিনটা আসবেই। আজ সেই দিনের সামনে দাঁড়িয়ে আমি। এই ঘোষণা আমার থেকে প্রথম শোনা ভক্তদের অধিকারও। এই শহর, ক্লাব, এখানকার মানুষ আমাকে সবকিছু দিয়েছে এবং আমরাও সবকিছু জিতেছি।
আমার ভালো লাগুক না লাগুক, এটাই বিদায় বলার সেরা সময়। এই শহর আমার পরিবারকে যা দিয়েছে, তার জন্য কৃতজ্ঞ থাকব। ম্যানচেস্টার সবসময় আমার বাচ্চাদের পার্সপোর্টে থাকবে এবং তার চেয়ে বড় কথা এই শহর থাকবে আমাদের হৃদয়ে। ১০ বছরের যাত্রায় এই শহর, ক্লাব, কোচিং স্টাফ, সতীর্থ, বন্ধুরা যা দিয়েছ একটা ধন্যবাদে তা বোঝানো যাবে না। সবকিছুর একটা শেষ থাকে। কেভিন ক্লাবে বাকি সময়টা উপভোগ করো।’
ডি ব্রুইনির সঙ্গে ম্যানসিটি চুক্তি নবায়ন করছে না। বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার তিনি। কিন্তু গত কয়েক মৌসুম ধরে ইনজুরি পিছু ছাড়েনি তার। সেটাই তার চুক্তি নবায়ন না হওয়ার কারণ। সংবাদ মাধ্যম দাবি করেছে, ফ্রি এজেন্টে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার নয়তো সৌদি প্রো লিগে যাবেন ডি ব্রুইনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ভ ন ড ব র ইন ফ টবল দলবদল এই শহর ব র ইন
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব