আবেগি বার্তায় ম্যানসিটি ছাড়ার ঘোষণা ডি ব্রুইনির
Published: 4th, April 2025 GMT
চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী এই বেলজিয়াম মিডফিল্ডার। মৌসুম শেষে চুক্তি শেষ হওয়ায় সিটিজেন শিবিরে তার এক দশকের পথচলার ইতি হচ্ছে।
ডি ব্রুইনি তার পোস্টে লিখেছেন, ‘প্রিয় ম্যানচেস্টার। এই পোস্ট দেখে ভক্তরা ভাবতে পারেন, এর শিরোনাম কোথায়। আমি তাই সোজাসাপ্টা কথা বলছি। সকলকে জানিয়ে দিচ্ছি যে, সামনের মাসগুলো ম্যানসিটির হয়ে আমার শেষ।
এই বার্তা লেখা সহজ নয়। কিন্তু ফুটবলার হিসেবে আমরা জানি যে, এই দিনটা আসবেই। আজ সেই দিনের সামনে দাঁড়িয়ে আমি। এই ঘোষণা আমার থেকে প্রথম শোনা ভক্তদের অধিকারও। এই শহর, ক্লাব, এখানকার মানুষ আমাকে সবকিছু দিয়েছে এবং আমরাও সবকিছু জিতেছি।
আমার ভালো লাগুক না লাগুক, এটাই বিদায় বলার সেরা সময়। এই শহর আমার পরিবারকে যা দিয়েছে, তার জন্য কৃতজ্ঞ থাকব। ম্যানচেস্টার সবসময় আমার বাচ্চাদের পার্সপোর্টে থাকবে এবং তার চেয়ে বড় কথা এই শহর থাকবে আমাদের হৃদয়ে। ১০ বছরের যাত্রায় এই শহর, ক্লাব, কোচিং স্টাফ, সতীর্থ, বন্ধুরা যা দিয়েছ একটা ধন্যবাদে তা বোঝানো যাবে না। সবকিছুর একটা শেষ থাকে। কেভিন ক্লাবে বাকি সময়টা উপভোগ করো।’
ডি ব্রুইনির সঙ্গে ম্যানসিটি চুক্তি নবায়ন করছে না। বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার তিনি। কিন্তু গত কয়েক মৌসুম ধরে ইনজুরি পিছু ছাড়েনি তার। সেটাই তার চুক্তি নবায়ন না হওয়ার কারণ। সংবাদ মাধ্যম দাবি করেছে, ফ্রি এজেন্টে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার নয়তো সৌদি প্রো লিগে যাবেন ডি ব্রুইনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ভ ন ড ব র ইন ফ টবল দলবদল এই শহর ব র ইন
এছাড়াও পড়ুন:
নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ
আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।
হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?
অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে