সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের ষষ্ঠ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

বাংলাভিশন
সকাল ১০টা ১০ মিনিটে ‘জান আমার জান’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘গোল্ডফিশ’। অভিনয়ে খায়রুল বাসার, সাদনিমা। বিকেল পাঁচটায় থ্রিলার ধারাবাহিক ‘ননসেন্স’। অভিনয়ে ইন্তেখাব দিনার, আইশা খান, মিলি বাশার, জাকিয়া বারী মম। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘টিম আফ্রিকা’। অভিনয়ে মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘ডাকপিয়নের ভুল’। অভিনয়ে শামীম হাসান সরকার, সামান্তা। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘চার কুতুব’। অভিনয়ে চাষী আলম, পাভেল, মুসাফির বাচ্চু, শামীমা নাজনীন। রাত ৯টা ২৫ মিনিটে নাটক ‘ধোঁকাবাজ’। অভিনয়ে নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি। রাত ১০টা ৪০ মিনিটে নাটক ‘কঞ্জুস কাপল’। অভিনয়ে নিলয়, হিমি।

আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে বিশেষ আড্ডার অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘এক্সকিউজ মি প্লিজ’। অভিনয়ে শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ।

রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’। অভিনয়ে আরশ খান, রুকাইয়া জাহান চমক। রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক ‘ফুটানি’। অভিনয়ে জাহের আলভী, ইফফাত আরা তিথি।

দীপ্ত টিভি
দুপুর ১২টা ১০ মিনিটে ‘আমাদের ছবি আমাদের গান’। বিকেল ৪টায় তুর্কি সিনেমা ‘মাই সন’। বিকেল ৫টা ৫০ মিনিটে তুর্কি ধারাবাহিক ‘গুড ডক্টর’। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘পালিয়ে যাওয়ার পরে’। অভিনয়ে আরশ খান, মাহিমা। রাত ৮টায় একক নাটক ‘আনচান এ মন’। অভিনয়ে মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বী। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘কথা হবে হিসাব করে’। রাত ১০টায় রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট-ঈদ স্পেশাল বাই রাফসান’। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘ভালোবাসার নকশীকাঁথা’। অভিনয়ে প্রান্তর দস্তিদার, তাবাসসুম ছোঁয়া।

মাছরাঙা টেলিভিশন
সকাল ৭টায় ‘রাঙা সকাল’। অতিথি অভিনেত্রী শবনম ফারিয়া। বেলা ১টা ৩০ মিনিটে ‘সিসিমপুর’। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘পূর্ণতা’। অভিনয়ে আরশ খান, সুনেরাহ বিনতে কামাল। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক বিয়ের জ্বালা। অভিনয়ে শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, নাদিয়া মীম।

রাত ৮টায় নাটক ‘ইচিকদানা’। অভিনয়ে শাশ্বত দত্ত, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘মধুমালা’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘তুমি যাকে ভালোবাসো’। অভিনয়ে জোভান, কেয়া পায়েল। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘অবুঝ প্রেম’। অভিনয়ে ইয়াশ রোহান, নাজনীন নীহা।
নাগরিক টেলিভিশন
সকাল ৬টায় সংগীতানুষ্ঠান ‘গানের মেলা’। শিল্পী ইমরান। সকাল ৮টায় নাটক ‘বিবাহ একটা সাংঘাতিক ব্যাপার-২’। রাত ৮টায় নাটক ‘নায়কের বন্ধু’। অভিনয়ে প্রিয়ন্তী উর্বী, প্রান্তর দস্তিদার। রাত ৯টা ৩০ মিনিটে লাইভ সংগীতানুষ্ঠান ‘বাংলা বাউল’। শিল্পী সাদিয়া লিজা ও আশিক।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ৪০ ম ন ট ১০ ম ন ট অন ষ ঠ ন ৩০ ম ন ট ক ন টক

এছাড়াও পড়ুন:

পঞ্চগড়ে বিবাহবিচ্ছেদের চার দিনের মাথায় লাউখেত থেকে নারীর লাশ উদ্ধার

পঞ্চগড়ে স্বামীর মৃত্যুর দুই বছর পর সন্তানদের রেখে গোপনে বিয়ে করে ঘর ছেড়েছিলেন এক নারী। দ্বিতীয় বিয়ের প্রায় এক মাস পর বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এ ঘটনার চার দিনের মাথায় বাড়ির পাশের লাউখেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর মধ্যপাড়া এলাকার একটি লাউখেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁর নাম তানজিনা আক্তার (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তানজিনার দ্বিতীয় স্বামী মিনাল হোসেনের বাবা দিলু হোসেনকে (৫৫) হেফাজতে নিয়েছে আটোয়ারী থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, তানজিনা আক্তারের প্রথম স্বামী মজিবর রহমান প্রায় দুই বছর আগে মারা যান। তাঁদের দুটি ছেলে আছে। এর মধ্যে প্রায় এক মাস আগে স্থানীয় যুবক মিনাল হোসেনকে (২৭) গোপনে বিয়ে করে পার্শ্ববর্তী মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। এর পর থেকেই মিনালকে ছেড়ে দিতে তানজিনার ওপর চাপ দিতে থাকে মিনালের পরিবার। গত ৩০ অক্টোবর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকেই মিনালকে এলাকায় দেখা যায়নি।

পুলিশ জানায়, আজ সকালে ধামোর-মধ্যপাড়া এলাকার একটি লাউখেতে কয়েকজন লাউ তুলতে গিয়ে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের জানান। এ সময় স্বজনেরা সেখানে গিয়ে লাশটি তানজিনার বলে শনাক্ত করেন। খবর পেয়ে বারঘাটি পুলিশ তদন্তকেন্দ্র ও আটোয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রাথমিক সুরতহালে ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত নিবন্ধ