নতুন প্ল্যাটফর্ম চালু করছে টিকটক, যে সুবিধা পাওয়া যাবে
Published: 5th, April 2025 GMT
শিল্পীদের নতুন গান প্রচারের পাশাপাশি শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ দিতে নতুন প্ল্যাটফর্ম চালু করছে টিকটক। ‘টিকটক ফর আর্টিস্টস’ নামের প্ল্যাটফর্মটি বর্তমানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এটি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে টিকটক।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ ও মিউজিক অ্যালাই জানিয়েছে, টিকটক ফর আর্টিস্টস প্ল্যাটফর্মের মাধ্যমে শিল্পীরা তাঁদের গান প্রকাশের আগে বিশেষ প্রচারণা চালাতে পারবেন। এর ফলে ভক্তরা গান প্রকাশের আগেই স্পটিফাই ও অ্যাপল মিউজিকে গানটি সংরক্ষণ (প্রি-সেভ) করে রাখতে পারেন। গানের প্রচারণা চালানোর পাশাপাশি শিল্পীরা নিজেদের গান কোন দেশে বেশি জনপ্রিয়তা পেয়েছে, তা–ও জানতে পারবেন। শুধু তা–ই নয়, ভক্তদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি পণ্য বিক্রিসহ বিভিন্ন বিষয়ে প্রচারণা চালাতে পারবেন শিল্পীরা।
আরও পড়ুনটিকটক আসক্তির রহস্য জানা গেল টিকটকেরই তথ্যে১৮ অক্টোবর ২০২৪শিল্পী ও ভক্তদের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করতে টিকটক ফর আর্টিস্টস প্ল্যাটফর্মের বেটা সংস্করণে ‘মিউজিক ট্যাব ফ্যান স্পটলাইট’ নামের ট্যাব যুক্ত করা হয়েছে। ট্যাবটিতে ক্লিক করলেই নির্বাচিত ভক্তদের তৈরি ভিডিও শিল্পীদের প্রোফাইলে দেখা যাবে। এর ফলে ভক্তরা আরও সক্রিয়ভাবে শিল্পীদের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং শিল্পীরা অনলাইনে নিজস্ব কমিউনিটি গড়ে তুলতে পারবেন।
আরও পড়ুনটিকটক ভিডিও নির্মাতাদের জন্য সুখবর০৩ মে ২০২৪টিকটক দীর্ঘদিন ধরে সংগীতজগতে নতুন প্রযুক্তি চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই মধ্যে অনেক শিল্পীর গান টিকটকের মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। তাই শিল্পীদের জন্য পৃথক একটি প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ সময়োপযোগী সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সূত্র: টেক ক্র্যাঞ্চ
আরও পড়ুনটিকটক ব্যবহারকারী কমছে, কারণ কী২৩ জানুয়ারি ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ল য টফর ম প রব ন ট কটক
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//