নতুন প্ল্যাটফর্ম চালু করছে টিকটক, যে সুবিধা পাওয়া যাবে
Published: 5th, April 2025 GMT
শিল্পীদের নতুন গান প্রচারের পাশাপাশি শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ দিতে নতুন প্ল্যাটফর্ম চালু করছে টিকটক। ‘টিকটক ফর আর্টিস্টস’ নামের প্ল্যাটফর্মটি বর্তমানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এটি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে টিকটক।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ ও মিউজিক অ্যালাই জানিয়েছে, টিকটক ফর আর্টিস্টস প্ল্যাটফর্মের মাধ্যমে শিল্পীরা তাঁদের গান প্রকাশের আগে বিশেষ প্রচারণা চালাতে পারবেন। এর ফলে ভক্তরা গান প্রকাশের আগেই স্পটিফাই ও অ্যাপল মিউজিকে গানটি সংরক্ষণ (প্রি-সেভ) করে রাখতে পারেন। গানের প্রচারণা চালানোর পাশাপাশি শিল্পীরা নিজেদের গান কোন দেশে বেশি জনপ্রিয়তা পেয়েছে, তা–ও জানতে পারবেন। শুধু তা–ই নয়, ভক্তদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি পণ্য বিক্রিসহ বিভিন্ন বিষয়ে প্রচারণা চালাতে পারবেন শিল্পীরা।
আরও পড়ুনটিকটক আসক্তির রহস্য জানা গেল টিকটকেরই তথ্যে১৮ অক্টোবর ২০২৪শিল্পী ও ভক্তদের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করতে টিকটক ফর আর্টিস্টস প্ল্যাটফর্মের বেটা সংস্করণে ‘মিউজিক ট্যাব ফ্যান স্পটলাইট’ নামের ট্যাব যুক্ত করা হয়েছে। ট্যাবটিতে ক্লিক করলেই নির্বাচিত ভক্তদের তৈরি ভিডিও শিল্পীদের প্রোফাইলে দেখা যাবে। এর ফলে ভক্তরা আরও সক্রিয়ভাবে শিল্পীদের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং শিল্পীরা অনলাইনে নিজস্ব কমিউনিটি গড়ে তুলতে পারবেন।
আরও পড়ুনটিকটক ভিডিও নির্মাতাদের জন্য সুখবর০৩ মে ২০২৪টিকটক দীর্ঘদিন ধরে সংগীতজগতে নতুন প্রযুক্তি চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই মধ্যে অনেক শিল্পীর গান টিকটকের মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। তাই শিল্পীদের জন্য পৃথক একটি প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ সময়োপযোগী সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সূত্র: টেক ক্র্যাঞ্চ
আরও পড়ুনটিকটক ব্যবহারকারী কমছে, কারণ কী২৩ জানুয়ারি ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ল য টফর ম প রব ন ট কটক
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে নগরের বিনোদপুর এলাকা থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রাজশাহী মহানগর শাখা এ ম্যারাথনের আয়োজন করে।
ম্যারাথনে অংশ নিতে প্রতিযোগীরা আজ ভোর সাড়ে পাঁচটার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিনোদপুর বাজারে জমায়েত হতে থাকেন। সকাল ছয়টার পর শুরু হয় পাঁচ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগিতা।
অংশগ্রহণকারীরা বিনোদপুর থেকে শুরু হয়ে নগরের তালাইমারী মোড় হয়ে আবার বিনোদপুর হয়ে চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার বিনোদপুরে ফিরে আসেন।পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী তিন নারীসহ আরও ১০ জনকে পুরস্কৃত করা হয়।
ম্যারাথন উপলক্ষে আগে থেকেই মেডিকেল টিমসহ একটি অ্যাম্বুলেন্স ছিল। এ ছাড়া সবার জন্য টি-শার্ট, গ্লুকোজ পানিসহ বিশেষ খাবার পরিবেশন করা হয়। ম্যারাথনে অংশ নেওয়াদের বেশির ভাগই ছিল তরুণ। তাঁদের মধ্যে বেশি বয়সী নারীরাও অংশ নেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫৮ বছর বয়সী পিয়ারুল ইসলাম বলেন, এ উদ্যোগ খুবই ভালো হয়েছে। অসুস্থমুক্ত জীবন গড়তে হলে দৌড়ানোর কোনো বিকল্প নেই। শারীরিক বিভিন্ন অ্যাকটিভিটিসের মধ্যে থাকলে সুস্থ জীবন গড়া যায়। এ বয়সে তাঁর কোনো ওষুধ লাগে না। তাঁরও অনেক সিনিয়র আছেন, কারও বয়স ৭৫, তাঁদেরও ওষুধ লাগে না। তাই এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সবাইকে উদ্ধুব্ধ করতে হবে। যাতে নিজেদের শরীরকে সব সময় উপযুক্ত রাখে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, অনেক দিন পর তিনি দৌড়াবেন। সাধারণত দৌড়ানো হয় না। আজকের পর থেকে তিনি প্রতিদিন সকালে উঠে দৌড়াবেন।
স্থানীয় বাসিন্দা নাঈম হাসান বলেন, জুলাই গণ–অভ্যুত্থান শুধু সরকারের পতন নয়। এর মাধ্যমে এ দেশের মানুষ একটি নতুন নিশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। সেই নতুন নিশ্বাস নিয়ে ম্যারাথনে তিনি অংশ নিয়েছেন।
ম্যারাথন প্রতিযোগিতায় ১৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী নগরের বিনোদপুর এলাকায়