Prothomalo:
2025-12-13@15:24:01 GMT

অষ্টগ্রামে পানি সংকট চরমে

Published: 5th, April 2025 GMT

অষ্টগ্রাম উপজেলায় পানির সংকট বর্তমানে একটি ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় এই সংকট দিন দিন তীব্রতর হচ্ছে।

কৃষিনির্ভর এই অঞ্চলের অধিকাংশ মানুষ তাঁদের জীবিকা নির্বাহ করেন কৃষিকাজের মাধ্যমে। ফলে পানির অভাব শুধু কৃষি নয়, বরং এখানকার সামগ্রিক জনজীবনেই নেতিবাচক প্রভাব ফেলছে।

সেচের জন্য বহু এলাকায় গভীর নলকূপের ব্যবহার থাকলেও নলকূপের পানি উত্তোলন এখন কঠিন হয়ে পড়েছে। কিছু কিছু এলাকায় গভীর নলকূপে সামান্য পানি থাকলেও সাধারণ পাম্প দিয়ে সেই পানি উত্তোলন সম্ভব হচ্ছে না। এতে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় অগভীর নলকূপ ও টিউবওয়েল থেকে এখন আর পানি পাওয়া যাচ্ছে না। বর্তমানে ৮০ শতাংশ টিউবওয়েলে কোনো পানি নেই। মানুষের দৈনন্দিন গৃহস্থালি কাজে সংকট দেখা দিচ্ছে, সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে সুপেয় পানির সংকটে।

এই সংকট শুধু কৃষকের সমস্যা নয়; এটি এখন পুরো অঞ্চলের মানুষের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পানির সংকট নিরসনের রেইন ওয়াটার হার্ভেস্টিং পদ্ধতির প্রচলন এবং আধুনিক পানি ব্যবস্থাপনা প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া উচিত। স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রশাসনের সহায়তায় ভূগর্ভস্থ পানির স্তরের পরিমাপ এবং পানির পুনর্ভরণ প্রকল্প বাস্তবায়ন করা হলে সমস্যা অনেকটাই কমানো সম্ভব। এ সংকটের টেকসই সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি , যাতে এখানকার মানুষ একটি সুস্থ, নিরাপদ ও স্বস্তির জীবন যাপন করতে পারে।

নুসরাত জাহান

অষ্টগ্রাম, কিশোরগঞ্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নলক প

এছাড়াও পড়ুন:

দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দি‌লেন মেজর (অব.) আ

বিএনপির সা‌বেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলা‌দেশ জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রে‌ছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দ‌লের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ ক‌রার মধ‌্য দি‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে তিনি জামায়া‌তে যোগ দেন। 

মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। 

দল‌টি‌তে যোগ‌ দি‌য়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দি‌য়ে বরণ ক‌রেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএন‌পিতে থাকা অবস্থায় দলটির বিরু‌দ্ধে মন্তব‌্য করাসহ নানা ‌বিত‌র্কিত কর্মকা‌ণ্ডের জন‌্য তিনি আলোচিত হন।  

বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত নিবন্ধ