অষ্টগ্রাম উপজেলায় পানির সংকট বর্তমানে একটি ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় এই সংকট দিন দিন তীব্রতর হচ্ছে।
কৃষিনির্ভর এই অঞ্চলের অধিকাংশ মানুষ তাঁদের জীবিকা নির্বাহ করেন কৃষিকাজের মাধ্যমে। ফলে পানির অভাব শুধু কৃষি নয়, বরং এখানকার সামগ্রিক জনজীবনেই নেতিবাচক প্রভাব ফেলছে।
সেচের জন্য বহু এলাকায় গভীর নলকূপের ব্যবহার থাকলেও নলকূপের পানি উত্তোলন এখন কঠিন হয়ে পড়েছে। কিছু কিছু এলাকায় গভীর নলকূপে সামান্য পানি থাকলেও সাধারণ পাম্প দিয়ে সেই পানি উত্তোলন সম্ভব হচ্ছে না। এতে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় অগভীর নলকূপ ও টিউবওয়েল থেকে এখন আর পানি পাওয়া যাচ্ছে না। বর্তমানে ৮০ শতাংশ টিউবওয়েলে কোনো পানি নেই। মানুষের দৈনন্দিন গৃহস্থালি কাজে সংকট দেখা দিচ্ছে, সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে সুপেয় পানির সংকটে।
এই সংকট শুধু কৃষকের সমস্যা নয়; এটি এখন পুরো অঞ্চলের মানুষের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পানির সংকট নিরসনের রেইন ওয়াটার হার্ভেস্টিং পদ্ধতির প্রচলন এবং আধুনিক পানি ব্যবস্থাপনা প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া উচিত। স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রশাসনের সহায়তায় ভূগর্ভস্থ পানির স্তরের পরিমাপ এবং পানির পুনর্ভরণ প্রকল্প বাস্তবায়ন করা হলে সমস্যা অনেকটাই কমানো সম্ভব। এ সংকটের টেকসই সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি , যাতে এখানকার মানুষ একটি সুস্থ, নিরাপদ ও স্বস্তির জীবন যাপন করতে পারে।
নুসরাত জাহান
অষ্টগ্রাম, কিশোরগঞ্জ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: নলক প
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট