বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন ‘গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড-২০২৫’-এ শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছেন। এইচঅ্যান্ডএম ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত তালিকা (https:// hmfoundation.com/ 2025/03/10/top-20-finalists-in-global- change-award-2025-revealed/) হতে এ তথ্য জানা যায়।
এইচঅ্যান্ডএম ফাউন্ডেশন পরিচালিত বার্ষিক পুরস্কার ‘গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড’ ফ্যাশন ইন্ডাস্ট্রির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত। ২০১৫ সাল থেকে এর কার্যক্রম শুরু হয়। মূলত ফ্যাশন ও টেক্সটাইল শিল্পে টেকসই উন্নয়ন এবং উদ্ভাবনী সমাধানের উন্নয়নকে উৎসাহিত করা এর মূল উদ্দেশ্য। এইচঅ্যান্ডএম ফাউন্ডেশনের ওয়েবসাইট সূত্রে জানা যায়, এ বছর বিশ্বের ৬টি মহাদেশের ৬৯টি দেশ থেকে ৪৭৬টি আইডিয়া জমা পড়ে। তা থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই করে সেরা ২০টি আইডিয়া নির্বাচন করা হয়েছে। যার মধ্যে বাংলাদেশ থেকে একটি জায়গা করে নেয়। তা হলো বুটেক্সের ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড.

মোহাম্মদ আব্বাস উদ্দীনের ‘ডিকার্বনাইজেশন ল্যাব’-এর আইডিয়া৷v

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

Untitled Sep 17, 2025 01:02 am

অ্যাথলেটিক বিলবাও ০–২ আর্সেনাল

এই তো গত ১৬ এপ্রিলে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের ‘কফিনে শেষ পেরেক’ ঠুকে দিয়েছিলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। যোগ করা সময়ে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গোলে স্প্যানিশ পরাশক্তি রিয়ালের বিদায় নিশ্চিত করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠে আর্সেনাল।

ঠিক চার মাস পর স্পেনের আরেক ক্লাবের বিপক্ষে খেলতে নেমে আবারও আর্সেনালের অন্যতম ত্রাতা মার্তিনেল্লি। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বদলি নামার ৩৬ সেকেন্ডের মধ্যে করলেন গোল। মার্তিনেল্লির সেই গোলে বলের জোগান দিলেন আরেক বদলি লিয়ান্দ্রো ত্রোসার। এরপর মার্তিনেল্লির বানিয়ে দেওয়া বলে ত্রোসারও কাঁপালেন জাল।

ব্যস, দুই বদলি ফরোয়ার্ডের গোলে বিলবাও জয় করে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে শুভসূচনা করল আর্সেনাল। গানারদের কোচ মিকেল আরতেতাও নিজ দেশ থেকে পূর্ণ পয়েন্ট তুলে নিয়ে লন্ডনে ফেরার উপলক্ষ্য পেলেন।

রয়্যাল সাঁ–জিলোয়ার চমক

একই সময়ে শুরু ও শেষ হওয়া আরেক ম্যাচে পিএসভি আইন্দহফেনকে চমকে দিয়েছে রয়্যাল সাঁ–জিলোয়া। ৯০ বছর পর বেলজিয়ামের শীর্ষ লিগের শিরোপা জেতা জিলোয়া প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলতে নেমেই নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন পিএসভিকে তাদেরই মাঠে ৩–১ গোলে হারিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • Untitled Sep 17, 2025 01:02 am