গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড পাচ্ছেন বুটেক্স শিক্ষক আব্বাস উদ্দীন
Published: 6th, April 2025 GMT
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন ‘গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড-২০২৫’-এ শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছেন। এইচঅ্যান্ডএম ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত তালিকা (https:// hmfoundation.com/ 2025/03/10/top-20-finalists-in-global- change-award-2025-revealed/) হতে এ তথ্য জানা যায়।
এইচঅ্যান্ডএম ফাউন্ডেশন পরিচালিত বার্ষিক পুরস্কার ‘গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড’ ফ্যাশন ইন্ডাস্ট্রির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত। ২০১৫ সাল থেকে এর কার্যক্রম শুরু হয়। মূলত ফ্যাশন ও টেক্সটাইল শিল্পে টেকসই উন্নয়ন এবং উদ্ভাবনী সমাধানের উন্নয়নকে উৎসাহিত করা এর মূল উদ্দেশ্য। এইচঅ্যান্ডএম ফাউন্ডেশনের ওয়েবসাইট সূত্রে জানা যায়, এ বছর বিশ্বের ৬টি মহাদেশের ৬৯টি দেশ থেকে ৪৭৬টি আইডিয়া জমা পড়ে। তা থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই করে সেরা ২০টি আইডিয়া নির্বাচন করা হয়েছে। যার মধ্যে বাংলাদেশ থেকে একটি জায়গা করে নেয়। তা হলো বুটেক্সের ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//