লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে দেড় মাস ধরে এক্স-রে সেবা বন্ধ রয়েছে। এতে বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে গিয়ে কয়েক গুণ বেশি টাকা খরচ করে এক্স-রে করাতে হচ্ছে হাসপাতালের রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ফিল্ম না থাকায় এক্স-রে সেবা বন্ধ রাখা হয়েছে।

সম্প্রতি হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, এক্স-রে কক্ষের দরজায় তালা ঝুলছে। দরজায় ঝোলানো একটি নোটিশে লেখা হয়েছে—‘এক্স-রে ফিল্ম সরবরাহ না থাকায় আপাতত এক্স-রে করানো সম্ভব হইতেছে না’।

হাসপাতালের অর্থোপেডিক বিভাগে গিয়ে কথা হয় এক রোগীর স্বজন ও সদর উপজেলার টুমচর গ্রামের বাসিন্দা ফারুকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, হাসপাতালে এক্স-রে না হওয়ায় রোগীকে বাইরে থেকে এক্স-রে করাতে হয়েছে। এতে টাকা যেমন বেশি খরচ হয়েছে, তেমনি পড়তে হয়েছে ভোগান্তিতে। অর্থোপেডিক বিভাগে দায়িত্বরত চিকিৎসক ও সেবিকারা বলেন, বিভাগটির বেশির ভাগ রোগীরই এক্স-রে প্রয়োজন হয়। হাসপাতাল থেকে বাইরে রোগী নিয়ে গিয়ে এক্স-রে করানো খুবই ভোগান্তির।

হাসপাতাল সূত্র জানায়, গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে এক্স-রে ফিল্ম শেষ হয়ে যায়। সিভিল সার্জন অন্য স্থানে বদলি হয়ে যাওয়াসহ নানা কারণে এক্স-রে ফিল্ম কেনা সম্ভব হয়নি। স্বাভাবিক সময়ে প্রতিদিন ৮০ থেকে ৯০ জন রোগী হাসপাতালের এক্স-রে সেবা নেন। বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে ডিজিটাল এক্স-রে করতে রোগীদের খরচ হয় ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। তবে সরকারি হাসপাতালে এর খরচ পড়ে ৬০ থেকে ১০০ টাকা। তা ছাড়া সদর হাসপাতালে উন্নত মানের ৩০০ এমএ এক্স-রে মেশিন থাকলেও বাইরে ১০০ বা ২০০ এমএ মেশিনে এক্স-রে করাতে হচ্ছে।

জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরুপ পাল প্রথম আলোকে বলেন, ফিল্ম না থাকার কারণে আপাতত এক্স-রে সেবা বন্ধ আছে। সিভিল সার্জন বদলি হয়ে যাওয়ার ফিল্ম কেনা সম্ভব হয়নি। নতুন সিভিল সার্জন যোগদান করেছেন। ফিল্ম কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। কিছুদিনের মধ্যে ফিল্ম পাওয়া যাবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এক স র

এছাড়াও পড়ুন:

৬০ হাজার ৮০২ টন গম নিয়ে দেশে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ 

যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে এমভি স্পার এরিস নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

সোমবার (২ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের সরকারে মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে জি টু জি ভিত্তিতে এ আমদানি প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) চুক্তিটি সই করে। এর আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ২৫ অক্টোবর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম বাংলাদেশে পৌঁছায়। 

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ