উত্তেজনা সৃষ্টি করে, এমন কিছুকে সমর্থন করে না বাংলাদেশ-ভারত
Published: 8th, April 2025 GMT
বাংলাদেশ ও ভারত উভয় দেশই উত্তেজনা সৃষ্টি করে এমন কিছুকে সমর্থন করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেছেন, চীন ও থাইল্যান্ড সফর প্রত্যাশা অনুযায়ী সফল হয়েছে। ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সফল বৈঠক হয়েছে। উত্তেজনা সৃষ্টি করে, এমন কিছুকে সমর্থন করে না দুই দেশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
মো.
উপদেষ্টা বলেন, অস্বস্তি তৈরি করে, এমন বক্তব্য ভারত- বাংলাদেশ দুই পক্ষেরই বিরত থাকা উচিত।
ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়। এ বিষয়ের অগ্রগতি জানতে চাইলে উপদেষ্টা বলেন, ভারতের সাথে আলোচনা হয়েছে। কিন্তু, চূড়ান্ত কোনো কথা হয়নি। বাংলাদেশের প্রস্তাব ছিল শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের সম্মুখীন করা।
ভিসার সুপারিশ ও কাজের অনুমোদন থাকার পরও ভিসা দিচ্ছে না ইতালির দূতাবাস। জটিলতা নিরসনে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালির ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার। তবে, ফেক কাগজপত্র কিংবা দুর্নীতি না করার পরামর্শ দিচ্ছি আমরা। আন্দোলনের মাধ্যমে সমাধান নয়। তবে, ইতালিকে চাপে রাখা হয়েছে।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এ মাসের শেষদিকেই বাংলাদেশ সফর করবেন বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের দুজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি ঢাকায় আসবেন বলেও জানিয়েছেন তিনি।
ঢাকা/হাসান/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পরর ষ ট র উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//