নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন
Published: 8th, April 2025 GMT
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো. তৈয়ব (৩৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তার ডান পায়ের গোড়ালি বিছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়া ছড়ি বিওপি’র সীমান্তবর্তী ৪৬-৪৭ নম্বর পিলারের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে ঘটনাটি ঘটে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো.
আহত তৈয়ব নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বোনিয়া এলাকার ছাবের আহমদের ছেলে।
আরো পড়ুন:
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৬০০
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
স্থানীয়রা জানান, গরু ও বিভিন্ন পণ্য নিয়ে মিয়ানমার থেকে ফিরছিলেন তৈয়ব। জারুলিয়াছড়ি বিওপি’র ৪৬-৪৭ সীমান্ত পিলারের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে আরকান বাহিনীর পুঁতে রাখ স্থলমাইন বিস্ফোরিত হয়। এসময় ওই যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক বলেন, “সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”
ঢাকা/চাইমং/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব