১ বিলিয়ন ডলার ঋণ দেবে ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক
Published: 8th, April 2025 GMT
আগামী এক বছরে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে ব্রিকস-প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান এনডিবির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ।
এনডিবির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ বলেন, বর্ধিত ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেসিলিয়েন্ট প্রকল্প বাস্তবায়নের জন্য তাদের ব্যাংক ৩২০ মিলিয়ন ডলার অনুমোদন করেছে। কিন্তু চলতি বছর বাংলাদেশের উন্নয়নে প্রয়োজনীয় তহবিলের তিনগুণেরও বেশি প্রয়োজন।
বাংলাদেশের গ্যাস খাতের অবকাঠামো উন্নয়নে সহায়তা করতেও এনডিবি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান কাজবেকভ।
এ সময় প্রধান উপদেষ্টা এনডিবির ভূমিকার প্রশংসা করে বলেন, এ ঋণ সহায়তা বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
এনডিবির ভাইস প্রেসিডেন্ট বলেন, এনডিবি বাংলাদেশের বেসরকারি খাতকে শক্তিশালী করার জন্য ঋণ দিতে আগ্রহী। কাজেবেকভ জানান, এনডিবি মাল্টি-মুদ্রা ঋণ চালু করেছে, যা বাংলাদেশের সুবিধা হবে।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অঞ্চলে হাজার হাজার শ্রমিকের আবাসন সুবিধার মতো সামাজিক অবকাঠামোতে এনডিবি সহায়তার ওপর জোর দেন।
ঢাকা/হাসান/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এনড ব র ভ
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট