সৎমাকে কুপিয়ে হত্যার অভিযোগ, মা–বাবাসহ পালিয়েছেন ছেলে
Published: 9th, April 2025 GMT
যশোরের চৌগাছায় নিজ বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূ খুন হয়েছেন। আজ বুধবার উপজেলার মশ্মমপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত রিক্তা বেগম ওই গ্রামের রোকন আলীর স্ত্রী। পুলিশ জানিয়েছে, রিক্তা বেগমের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত আছে। সৎছেলের হাতে তিনি খুন হয়েছেন। বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি প্রথম স্ত্রীর ছেলে বরকত আলী। ঘটনার পর থেকে বরকত ও তাঁর মা–বাবা পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে কৃষক রোকন আলীর সঙ্গে রিক্তা বেগমের বিয়ে হয়। এটা দুজনেরই দ্বিতীয় বিয়ে। আগের স্বামীর ঘরে রিক্তার একটি মেয়ে আছে। রোকন আলীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি তাঁর প্রথম পক্ষের ছেলে বরকত আলী। আজ সকালে রোকন আলী খেতে কাজ করতে যান। তাঁর প্রথম স্ত্রী বাজার-সদাই করতে চৌগাছা শহরে যান। বাড়িতে ছিলেন রিক্তা ও বরকত। রিক্তা ঘরে কাজ করছিলেন। তখন বরকত পেছন থেকে তাঁর ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ দেন। বরকতকে রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেন এলাকাবাসী। প্রতিবেশীরা গিয়ে দেখেন, ঘরের মেঝেতে রিক্তার লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দ্বিতীয় বিয়ে করায় রোকন আলীর পরিবারে অশান্তি চলছিল। প্রথম স্ত্রীর ছেলে বিষয়টি মেনে নিতে পারেননি। সেই সূত্র ধরে রিক্তা বেগম হত্যা হতে পারেন। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা এই মুর্হূতে বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে। রিক্তা বেগম খুন হওয়ার পর থেকে তাঁর স্বামী রোকন আলী, তাঁর প্রথম স্ত্রী ও ছেলে বরকত পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম স ত র
এছাড়াও পড়ুন:
ইভ্যালির রাসেল ও তাঁর স্ত্রীর আরও এক মামলায় ৩ বছর কারাদণ্ড
প্রতারণার আরও একটি মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তাঁদের পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার পর রাসেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ নিয়ে প্রতারণার পৃথক পাঁচটি মামলায় রাসেল ও শামীমা নাসরিনের ১২ বছর কারাদণ্ড দেওয়া হলো।
এর আগে সর্বশেষ গত ১৪ এপ্রিল প্রতারণার একটি মামলায় রাসেল ও তাঁর স্ত্রীর তিন বছরের কারাদণ্ড দেন আদালত।
আজ যে মামলায় রাসেল দম্পতির সাজা হয়েছে, সেই মামলায় প্রতারণার মাধ্যমে ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ৭ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা করেন আবুল কালাম আজাদ নামের একজন গ্রাহক।
৬ এপ্রিল ঢাকার সিএমএম আদালত প্রতারণার আরেকটি মামলায় এই দম্পতিকে তিন বছর কারাদণ্ড দেন। এ ছাড়া গত ২৯ জানুয়ারি প্রতারণার অভিযোগে করা আরেকটি মামলায় তাঁদের দুই বছর কারাদণ্ড দেন আদালত।
গত বছরের ২ জুন চেক প্রত্যাখ্যানের মামলায় রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনকে এক বছর করে কারাদণ্ড দেন চট্টগ্রামের আদালত।
২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। পরে দুজন জামিনে মুক্ত হন।
আরও পড়ুনইভ্যালির রাসেল ও তাঁর স্ত্রীর আরও ৩ বছর কারাদণ্ড১৩ এপ্রিল ২০২৫