ডর্টমুন্ডকে একহালি দিয়ে সেমির দুয়ারে বার্সেলোনা
Published: 10th, April 2025 GMT
বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাবটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। ম্যাচে জোড়া গোল করে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে জ্বলে উঠেছেন রবার্ট লেভান্ডোভস্কি।
ট্রেবলের খোঁজে থাকা বার্সেলোনা ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ২৫ মিনিটে রাফিনহার নেওয়া শটে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে আরও কিছু সুযোগ পেলেও ডর্টমুন্ড গোলরক্ষক গ্রেগর কোবেলের দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি বার্সা। বিরতির পর আরও শক্তিশালী হয়ে নামে হ্যান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধে তৃতীয় মিনিটেই রাফিনহার পাস থেকে জালে বল পাঠান লেভান্ডোভস্কি। এরপর ৬৬ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই পোলিশ ফরোয়ার্ড। ৭৭ মিনিটে বার্সেলোনার হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল।
এই জয়ে ২০১৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৩ ম্যাচে অপরাজিত রইলো তারা। পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা সর্বশেষ ট্রফি জিতেছিল ২০১৫ সালে।
ম্যাচ শেষে বার্সা ফরোয়ার্ড লেভান্ডোভস্কি বলেন, ‘আমরা দারুণ খেলেছি। তবে এখনো এক ম্যাচ বাকি। আমরা সবসময় বার্সেলোনার মতো ফুটবল খেলতে চাই। জার্মানিতেও একইভাবে খেলেই জিততে চাই।’
তবে সতর্কতা রাখতে বলছেন কোচ হ্যান্সি ফ্লিক। তিনি জানান, ‘ফুটবল এক অদ্ভুত খেলা। আজ যেমন খেলেছি, ঠিক তেমনি মনোযোগ ধরে রাখতেই হবে পরের লেগেও।’
সেমিফাইনালে পৌঁছাতে বার্সাকে এখন শুধু দ্বিতীয় লেগে হার এড়াতে হবে। সম্ভাব্য প্রতিপক্ষ—ইন্টার মিলান কিংবা বায়ার্ন মিউনিখ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও আইএসআই প্রধান মালিক
পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদেও বহাল থাকবেন।২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিনি এই পদে রয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন আইএসআই প্রধান একই সঙ্গে এনএসএ'র দায়িত্ব পেলেন। সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক উত্তেজনার মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক নতুন দায়িত্ব পাওয়ার খবর এলো।
২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের এনএসএ পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।