জার্মানির ২১তম জাতীয় নির্বাচন হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি। নির্বাচনের ৪৫ দিন পর ৯ এপ্রিল নতুন জোট সরকার গঠনের রূপরেখা ঘোষণা করা হয়েছে। নির্বাচনের আগে জার্মানির প্রধান দুই দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ ও সিএসইউ) ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সরকার পরিচালনার নীতি নিয়ে ছিল ভিন্ন দৃষ্টিভঙ্গি।

৬৩০ আসনবিশিষ্ট জার্মানির পার্লামেন্টে এবারের নির্বাচনে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ ও সিএসইউ) দলটি পেয়েছিল ২০৮টি আসন, কট্টরবাদী অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড (এএফডি) ১৫২টি আসন, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) ১২০টি আসন, পরিবেশবাদী গ্রিন পার্টি ৮৫টি আসন এবং বাম দল দ্য লিংকে পেয়েছিল ৬৪ আসন আর সারা ভাগেক্নাসটের দল (এসএসভি) পেয়েছে ১ আসন। এই নির্বাচনে অন্যতম আলোচিত বিষয় ছিল, কট্টরবাদীদের উত্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মান গণতন্ত্রে এই প্রথম পার্লামেন্টে ১৫২টি আসন নিয়ে কট্টরবাদী এএফডি দলটি প্রধান বিরোধী দল হতে যাচ্ছে।

নির্বাচনের আগে সিডিইউ ও এসপিডি সরকার পরিচালনার নীতি নিয়ে একে অপরের সমালোচনায় মুখর থাকলেও নির্বাচনের পর সমঝোতা বা জোট সরকার গঠনের লক্ষ্যে ১৯ বার বৈঠক করেছে। বিভিন্ন নীতিতে একে অপরকে ছাড় দিয়ে ৯ এপ্রিল ১৪৪ পৃষ্ঠার জোট সরকার গঠনের রূপরেখা সামনে এনেছে।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মানিতে ১৯৪৯ সালের পর থেকেই গণতান্ত্রিক প্রথায় নির্বাচন হচ্ছে। জার্মানির রাজনীতিতে সরকার গঠনের ঐতিহ্য হলো, জোট বেঁধে সরকার গঠন। কারণ, সরকার গঠনের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট কোনো দলই পায় না। এবারও তার ব্যত্যয় ঘটেনি। তাই এবারও সরকার গঠন করতে গিয়ে জোট বাঁধা ছাড়া বিকল্প ছিল না।

আগামী চার বছর সরকার পরিচালনার জন্য যে বিষয়গুলো জোট সরকারে রূপরেখায় এসেছে, তা হলো দুর্বল জার্মান অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পদক্ষেপের পাশাপাশি জলবায়ু রক্ষায় কয়লা ব্যবহারের হ্রাস, অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে কঠোর মনোভাব, ডিজিটালাইজেশন বাধ্যবাধকতা, একই ধরনের পররাষ্ট্রনীতি সচল রাখা, প্রতিরক্ষা বিষয়ে আমূল পরিবর্তন, পরিবহন ও কৃষি ক্ষেত্রে পরিবর্তন এবং রাজনৈতিক আশ্রয়প্রার্থী ও অভিবাসন বিষয় নিয়ে নতুন নীতি। জোট আলোচনায় অভিবাসন নীতির পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থার বিষয়ে ভিন্নমত বেশি দেখা দেয়।

রাজধানী বার্লিনে গত বুধবার জোট সরকারের রূপরেখা ঘোষণা করতে গিয়ে সিডিইউ নেতা ও সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেছেন, ‘আমাদের এই জোট সরকার গঠন চুক্তি থেকেই প্রতীয়মান হচ্ছে দেশের রাজনৈতিক কেন্দ্র সমস্যা সমাধানে সক্ষম। আমরা দ্রুত বিশ্ব অর্থনীতির প্রতিযোগিতার দিকে এগিয়ে যাব।’

জোট সরকারের অপর সঙ্গী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বা সামাজিক গণতান্ত্রিক দলের সহ-নেতা লার্স ক্লিংবেইল বলেন, ‘এ ঐতিহাসিক সময়ে দেশের জন্য বড় চ্যালেঞ্জগুলোর ওপর জোর দেব। এটা একটা ভালো লক্ষণ যে জোটবদ্ধ দলগুলোতে ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও একটি সেতুবন্ধ তৈরি করতে সক্ষম হয়েছে।

ক্লিংবেইল জোর দিয়ে বলেন, জার্মানি অভিবাসনের একটি দেশ এবং এখানে আশ্রয়ের বিষয়ে মৌলিক অধিকার অলঙ্ঘনীয়।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জার্মানির নতুন জোট চুক্তিতে অভিবাসন নীতির বিষয়ে তীব্র সমালোচনা করে এটিকে মানবাধিকারের অবমাননা বলে অভিহিত করেছে। বিশেষ করে আফগানিস্তান ও সিরিয়ায় মতো দেশের শরণার্থীদের ফেরত পাঠানোর হুমকি ও বিভিন্ন মানবিক বিষয়ের প্রতিশ্রুতির সঙ্গে অসংগতিপূর্ণ বিষয়ে প্রতিবাদ করেছে অ্যামনেস্টি।

জোট সরকারের মন্ত্রিসভায় ১৭ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠনের কথা রয়েছে। এতে থাকবে সিডিইউর ৭ জন, সিপিডির ৩ জন এবং সিএসইউর ৭ জন।

নতুন সরকার গড়ার লক্ষ্যে জোট চুক্তিটি এখন তিন দলের সদস্যদের অনুমোদনের প্রয়োজন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ অথবা ৭ মে ফ্রিডরিশ ম্যার্ৎস জার্মানির চ্যান্সেলর হিসেবে অভিষিক্ত হবেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ট সরক র গঠন সরক র গঠন র স ড ইউ র পর খ

এছাড়াও পড়ুন:

বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম

উৎপাদন ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন এবং টানা বৃষ্টিপাতের জন্য সরবরাহ ব্যাহত হচ্ছে।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১২০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সেই হিসেবে ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

সবজির দাম স্বাভাবিক
এ সপ্তাহে বাজারে টমেটো ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, গাজর (দেশি) ১২০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ৫০ টাকা এবং লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মুদিবাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। তবে, পেঁয়াজের দাম সামান্য বেড়েছে। এ সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বেড়েছে মাছ ও মুরগির দাম
বিক্রেতারা বলছেন, নদীতে পানি বৃদ্ধির জন্য জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে এবং উজানের পানিতে খামারিদের পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি সাইজ কৈ মাছ ২৫০ থেকে ২৮০ টাকা, দেশি শিং ৬৫০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।

এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে  ১৭০ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহ ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ