মালয়ালম ভাষার সিনেমা ‘অফিসার অন ডিউটি’ একটি পুলিশি ক্রাইম থ্রিলার। দেখতে বসে আপনি সাসপেন্স অনুভব করবেন এবং দক্ষিণি সিনেমার চিরন্তন ক্লাইম্যাক্স পাবেন। পাবেন না কেবল মুখে লেগে থাকার মতো স্বাদ। যে স্বাদ পাওয়া যায় ‘আই স দ্য ডেভিল’, ‘সেভেন’, ‘মেমোরিজ অব মার্ডার’ কিংবা ‘দৃশ্যম’ দেখে।
নাম উল্লেখ করা এসব সিনেমার বিভিন্ন অংশের মিশ্রণ বলা চলে ‘অফিসার অন ডিউটি’কে। গত ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমাটির ময়নাতদন্ত করলে পাওয়া যায় ব্যক্তিগত ট্র্যাজেডি (আই স দ্য ডেভিল ও মুম্বাই পুলিশ), পুলিশের নৈতিক দ্বন্দ্ব (মেমোরিজ অব মার্ডার), মানসিক চাপ বা ট্রমা (সেভেন) এবং তদন্তের মাধ্যমে সত্য উন্মোচনের চেষ্টা (জোডিয়াক)।
চিরায়ত এসব অনুষঙ্গের মিশ্রণে ‘অফিসার অন ডিউটি’ শুরু হয় অনেকটা কেঁচো খুঁড়তে গিয়ে সাপ পাওয়ার মতো করে। কেন্দ্রীয় চরিত্র হরি বা হরিশঙ্কর পুলিশের সাবেক ডেপুটি সুপারিনটেনডেন্ট।
যিনি উচ্চপদস্থ আইপিএস অফিসারের ওপর হামলার জন্য পদচ্যুত হয়ে স্টেশন হাউস অফিসার হিসেবে কাজ করছেন।
গল্পে ধীরগতি এলেও একপর্যায়ে সব ঘটনা এক বিন্দুতে মিলিয়ে লেখক শাহী কবীর ও পরিচালক জিতু আশরাফ মুনশিয়ানার পরিচয় দিয়েছেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অফ স র
এছাড়াও পড়ুন:
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।
নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।
মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।
১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।
ঢাকা/আহসান/রাজীব