মালয়ালম ভাষার সিনেমা ‘অফিসার অন ডিউটি’ একটি পুলিশি ক্রাইম থ্রিলার। দেখতে বসে আপনি সাসপেন্স অনুভব করবেন এবং দক্ষিণি সিনেমার চিরন্তন ক্লাইম্যাক্স পাবেন। পাবেন না কেবল মুখে লেগে থাকার মতো স্বাদ। যে স্বাদ পাওয়া যায় ‘আই স দ্য ডেভিল’, ‘সেভেন’, ‘মেমোরিজ অব মার্ডার’ কিংবা ‘দৃশ্যম’ দেখে।
নাম উল্লেখ করা এসব সিনেমার বিভিন্ন অংশের মিশ্রণ বলা চলে ‘অফিসার অন ডিউটি’কে। গত ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমাটির ময়নাতদন্ত করলে পাওয়া যায় ব্যক্তিগত ট্র্যাজেডি (আই স দ্য ডেভিল ও মুম্বাই পুলিশ), পুলিশের নৈতিক দ্বন্দ্ব (মেমোরিজ অব মার্ডার), মানসিক চাপ বা ট্রমা (সেভেন) এবং তদন্তের মাধ্যমে সত্য উন্মোচনের চেষ্টা (জোডিয়াক)।
চিরায়ত এসব অনুষঙ্গের মিশ্রণে ‘অফিসার অন ডিউটি’ শুরু হয় অনেকটা কেঁচো খুঁড়তে গিয়ে সাপ পাওয়ার মতো করে। কেন্দ্রীয় চরিত্র হরি বা হরিশঙ্কর পুলিশের সাবেক ডেপুটি সুপারিনটেনডেন্ট।
যিনি উচ্চপদস্থ আইপিএস অফিসারের ওপর হামলার জন্য পদচ্যুত হয়ে স্টেশন হাউস অফিসার হিসেবে কাজ করছেন।
গল্পে ধীরগতি এলেও একপর্যায়ে সব ঘটনা এক বিন্দুতে মিলিয়ে লেখক শাহী কবীর ও পরিচালক জিতু আশরাফ মুনশিয়ানার পরিচয় দিয়েছেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অফ স র
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট