ভুয়া বা বিভ্রান্তিকর অ্যাকাউন্ট চিহ্নিত ও নিয়ন্ত্রণে আনতে নতুন নিয়ম চালু করেছে খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্স (সাবেক টুইটার)। নতুন নিয়মের আওতায় যেসব অ্যাকাউন্ট অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ও পরিচয় ব্যবহার করে পরিচালিত হচ্ছে, সেসব অ্যাকাউন্টে নামের শুরুতেই স্পষ্টভাবে ‘ফেক’ বা ‘প্যারোডি’ শব্দ যুক্ত করতে হবে। শুধু নামই নয়, প্রোফাইল ছবিতেও থাকতে হবে স্বাতন্ত্র্য। মূল বা আসল অ্যাকাউন্টের সঙ্গে ছবির মিল থাকলে তা গ্রহণযোগ্য হবে না।

এক্স জানিয়েছে, নতুন নিয়মের উদ্দেশ্য হলো প্ল্যাটফর্মে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যবহারকারীদের বিভ্রান্তির ঝুঁকি কমানো। প্যারোডি, ফ্যান ও কমেন্টারি অ্যাকাউন্টগুলো যে আসল ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, তা সহজে বুঝতে ব্যবহারকারীদের সহায়তা করবে এই পরিবর্তন।

এক্সে থাকা বিভ্রান্তিকর প্যারোডি অ্যাকাউন্ট নিয়ে ব্যবহারকারীদের অভিযোগের শেষ নেই। বিশেষ করে ইলন মাস্ককে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারকারীদের প্রতিনিয়ত বিভ্রান্ত করে চলেছে। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, নিয়মিতভাবে ভুয়া ইলন মাস্কের অ্যাকাউন্ট থেকে বার্তা পান তাঁরা। এ সমস্যা সমাধানে গত জানুয়ারি মাসে প্যারোডি অ্যাকাউন্ট শনাক্তে বিশেষ ‘লেবেল’ চালু করে এক্স। তবে এর মাধ্যমে প্যারোডি অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ায় এবার নতুন নিয়ম চালু করেছে খুদে ব্লগ লেখার ওয়েবসাইটটি।

সম্প্রতি ১০ লাখের বেশি অনুসারী রয়েছে এমন একটি প্যারোডি অ্যাকাউন্ট এক পোস্টে এক্স ব্যবহারকারীদের টেসলা গাড়ি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। পোস্টটিতে প্রায় ৪ লাখ ২৮ হাজার লাইক এবং ২ লাখের বেশি মন্তব্য জমা হয়। এতে স্পষ্ট বোঝা যায়, এসব অ্যাকাউন্ট ঠিক কতটা প্রভাব ফেলতে পারে।

সূত্র: বিবিসি

আরও পড়ুনইলন মাস্কের এক্সে চাকরির সুযোগ, লাগবে না সনদ বা অভিজ্ঞতা২০ জানুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ