২০ বছর পর ফিরছেন সংগীতশিল্পী দোলন ইসলাম। আনাস আলির কথা, সুর ও সংগীতে ‘ভালোবাসা চিরচেনা নয়’ গান নিয়ে ফিরছেন তিনি। চলতি মাসেই ভিডিও চিত্রসহ গানটি প্রকাশ করা হবে। এতে দেখা যাবে দোলন ও কানাডিয়ান মডেল সানজিকে। ভিডিও চিত্রের নির্দেশনা দিয়েছেন শিল্পী নিজেই। গানটির তত্ত্বাবধানে রয়েছেন ঈশা খান দূরে।
দোলন ইসলাম এখন থাকেন কানাডার অন্টারিও রাজ্যে। সেখান থেকে হোয়াটসঅ্যাপে তিনি প্রথম আলোকে বলেন, ‘২০০৩ সালে আমি কানাডায় চলে আসি। এখান থেকে কিছুদিন গানের সঙ্গে যুক্ত থাকলেও ২০০৫ থেকে একেবারেই বিরতিতে চলে যাই। কয়েক দিন আগে ঈশা খান দূরে ভাই গানটি করার জন্য আমাকে চেপে ধরেন। উনি বললে তো আর কথা ফেলা যায় না। গানটির কথা ও সুর আনাস আলির। ওর মতো তরুণের সঙ্গে কাজ করা আমার জন্য বেশ ভালো অভিজ্ঞতা ছিল।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//