জাপানের বিখ্যাত তোশিবার অত্যাধুনিক এবং স্মার্ট গুগল টিভি এখন থেকে পাওয়া যাবে বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমে।

শনিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর অভিজাত এক রেস্টুরেন্টে আনুষ্ঠানিকতার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। বেস্ট ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ তাহমিদ জামান রাশিক এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বেস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ আসাদুজ্জামান, হেড অব বিজনেস মারজুমান রহমান।

এই উদ্যোগ সম্পর্কে বেস্ট ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ তাহমিদ জামান রাশিক বলেন, “আমরা ২০১৩ সাল থেকে তোশিবা টিভি বিক্রি করছি। এটি একটি স্বনামধন্য ও নির্ভরযোগ্য জাপানি ব্র্যান্ড। তোশিবা টিভির অত্যাধুনিক প্রযুক্তি, দীর্ঘস্থায়ী পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে আমাদের সেলস টিম এই ব্র্যান্ড নিয়ে খুব আত্মবিশ্বাসী এবং গ্রাহকদের কাছ থেকেও আমরা ভালো রেসপন্স পাচ্ছি।”

তিনি আরো বলেন, “আমরা র‍্যানকন ইনেকট্রনিক্স এর সঙ্গে যৌথভাবে কাজ করছি, কারণ র‍্যানকন ইলেক্ট্রনিক্সের রয়েছে বাংলাদেশের অন্যতম আধুনিক টেলিভিশন ফ্যাক্টরি, আর আমাদের রয়েছে সারা দেশব্যাপী বিস্তৃত রিটেইল নেটওয়ার্ক। বেস্ট ইলেক্ট্রনিক্স এবং র‍্যানকন ইলেক্ট্রনিক্স এর এই যৌথ উদ্যোগের মাধ্যমে ক্রেতাদের জন্য নিশ্চিত হবে সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা এবং বিশ্বমানের পণ্য।”

র‍্যানকন ইলেকট্রনিক্সের ডিভিশনাল ডিরেক্টর ঈয়ামিন শরীফ চৌধুরী বলেন, “বিশ্বব্যাপী জাপানি তোশিবা টিভি প্রযুক্তির শ্রেষ্ঠত্ব এবং গুণগত মানের জন্য একটি বিশ্বস্ত নাম। র‍্যানকন ইলেকট্রনিক্স এর লক্ষ্য হচ্ছে বাংলাদেশে সেই একই আন্তর্জাতিক মান নিশ্চিত করা, যাতে দেশের প্রতিটি গ্রাহক সাশ্রয়ী মূল্যে তোশিবার প্রিমিয়াম স্মার্ট গুগোল টিভি ব্যবহার করতে পারেন।”

র‍্যানকন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও একেএম তৌহিদুর রহমান, সিওও সামির মোহাম্মদ সালেহসহ অন্য কর্মকর্তারা।

ঢাকা/হাসান/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ