জাপানের বিখ্যাত তোশিবার অত্যাধুনিক এবং স্মার্ট গুগল টিভি এখন থেকে পাওয়া যাবে বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমে।

শনিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর অভিজাত এক রেস্টুরেন্টে আনুষ্ঠানিকতার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। বেস্ট ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ তাহমিদ জামান রাশিক এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বেস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ আসাদুজ্জামান, হেড অব বিজনেস মারজুমান রহমান।

এই উদ্যোগ সম্পর্কে বেস্ট ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ তাহমিদ জামান রাশিক বলেন, “আমরা ২০১৩ সাল থেকে তোশিবা টিভি বিক্রি করছি। এটি একটি স্বনামধন্য ও নির্ভরযোগ্য জাপানি ব্র্যান্ড। তোশিবা টিভির অত্যাধুনিক প্রযুক্তি, দীর্ঘস্থায়ী পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে আমাদের সেলস টিম এই ব্র্যান্ড নিয়ে খুব আত্মবিশ্বাসী এবং গ্রাহকদের কাছ থেকেও আমরা ভালো রেসপন্স পাচ্ছি।”

তিনি আরো বলেন, “আমরা র‍্যানকন ইনেকট্রনিক্স এর সঙ্গে যৌথভাবে কাজ করছি, কারণ র‍্যানকন ইলেক্ট্রনিক্সের রয়েছে বাংলাদেশের অন্যতম আধুনিক টেলিভিশন ফ্যাক্টরি, আর আমাদের রয়েছে সারা দেশব্যাপী বিস্তৃত রিটেইল নেটওয়ার্ক। বেস্ট ইলেক্ট্রনিক্স এবং র‍্যানকন ইলেক্ট্রনিক্স এর এই যৌথ উদ্যোগের মাধ্যমে ক্রেতাদের জন্য নিশ্চিত হবে সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা এবং বিশ্বমানের পণ্য।”

র‍্যানকন ইলেকট্রনিক্সের ডিভিশনাল ডিরেক্টর ঈয়ামিন শরীফ চৌধুরী বলেন, “বিশ্বব্যাপী জাপানি তোশিবা টিভি প্রযুক্তির শ্রেষ্ঠত্ব এবং গুণগত মানের জন্য একটি বিশ্বস্ত নাম। র‍্যানকন ইলেকট্রনিক্স এর লক্ষ্য হচ্ছে বাংলাদেশে সেই একই আন্তর্জাতিক মান নিশ্চিত করা, যাতে দেশের প্রতিটি গ্রাহক সাশ্রয়ী মূল্যে তোশিবার প্রিমিয়াম স্মার্ট গুগোল টিভি ব্যবহার করতে পারেন।”

র‍্যানকন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও একেএম তৌহিদুর রহমান, সিওও সামির মোহাম্মদ সালেহসহ অন্য কর্মকর্তারা।

ঢাকা/হাসান/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বানিয়াচং থানার সাবেক ওসি দেলোয়ার প্রেপ্তার

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতাকে গুলি করে হত্যার মামলায় হবিগঞ্জের বানিয়াচং থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ‘নাইন মার্ডার’ মামলার সাবেক তদন্ত কর্মকর্তা ও বানিয়াচং থানার সাবেক পরিদর্শক মো. আবু হানিফ।

গত বুধবার পুলিশের রংপুর রেঞ্জ অফিস থেকে রংপুর জেলা ডিবি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। সেখান থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়। দেলোয়ার হোসেন সর্বশেষ পুলিশের রংপুর রেঞ্জ অফিসে পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

আরো পড়ুন:

নেত্রকোণায় পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ৩ শ্রমিক নিহত

এবার সাংবাদিক তুহিনের হত্যাস্থলে শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত

দেলোয়ার হোসেন গত বছরের ৫ আগস্ট পর্যন্ত ওসি হিসেবে বানিয়াচং থানায় কর্মরত ছিলেন। সেদিন বেলা ১১টায় সাগরদিঘির পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে একটি মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গ্যানিংগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে মিছিলকারী চার-পাঁচ হাজার লোক বড়বাজার শহীদ মিনারে গিয়ে জড়ো হন। পরে বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে থানার সামনে গেলে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। 

আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। এ সময় পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই চারজনসহ সাতজন নিহত হন। তখন চিত্র ধারণ করতে গেলে বিক্ষুব্ধরা এক সাংবাদিককে পিটিয়ে হত্যা করেন। এরপর বিক্ষুব্ধ জনতা থানার উপ-পরিদর্শক সন্তোষ চৌধুরীকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেন। পরদিন গুলিবিদ্ধ আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহত ৯ জনের পরিবারের পক্ষ থেকে ও এসআই সন্তোষ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে আলাদা দুটি মামলা করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। এ মামলায় ইতোমধ্যে ৩০ জনের বেশি লোক ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত নিবন্ধ