জাপানি তোশিবা টিভি এখন বেস্ট ইলেকট্রনিক্সে
Published: 13th, April 2025 GMT
জাপানের বিখ্যাত তোশিবার অত্যাধুনিক এবং স্মার্ট গুগল টিভি এখন থেকে পাওয়া যাবে বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমে।
শনিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর অভিজাত এক রেস্টুরেন্টে আনুষ্ঠানিকতার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। বেস্ট ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ তাহমিদ জামান রাশিক এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বেস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ আসাদুজ্জামান, হেড অব বিজনেস মারজুমান রহমান।
এই উদ্যোগ সম্পর্কে বেস্ট ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ তাহমিদ জামান রাশিক বলেন, “আমরা ২০১৩ সাল থেকে তোশিবা টিভি বিক্রি করছি। এটি একটি স্বনামধন্য ও নির্ভরযোগ্য জাপানি ব্র্যান্ড। তোশিবা টিভির অত্যাধুনিক প্রযুক্তি, দীর্ঘস্থায়ী পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে আমাদের সেলস টিম এই ব্র্যান্ড নিয়ে খুব আত্মবিশ্বাসী এবং গ্রাহকদের কাছ থেকেও আমরা ভালো রেসপন্স পাচ্ছি।”
তিনি আরো বলেন, “আমরা র্যানকন ইনেকট্রনিক্স এর সঙ্গে যৌথভাবে কাজ করছি, কারণ র্যানকন ইলেক্ট্রনিক্সের রয়েছে বাংলাদেশের অন্যতম আধুনিক টেলিভিশন ফ্যাক্টরি, আর আমাদের রয়েছে সারা দেশব্যাপী বিস্তৃত রিটেইল নেটওয়ার্ক। বেস্ট ইলেক্ট্রনিক্স এবং র্যানকন ইলেক্ট্রনিক্স এর এই যৌথ উদ্যোগের মাধ্যমে ক্রেতাদের জন্য নিশ্চিত হবে সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা এবং বিশ্বমানের পণ্য।”
র্যানকন ইলেকট্রনিক্সের ডিভিশনাল ডিরেক্টর ঈয়ামিন শরীফ চৌধুরী বলেন, “বিশ্বব্যাপী জাপানি তোশিবা টিভি প্রযুক্তির শ্রেষ্ঠত্ব এবং গুণগত মানের জন্য একটি বিশ্বস্ত নাম। র্যানকন ইলেকট্রনিক্স এর লক্ষ্য হচ্ছে বাংলাদেশে সেই একই আন্তর্জাতিক মান নিশ্চিত করা, যাতে দেশের প্রতিটি গ্রাহক সাশ্রয়ী মূল্যে তোশিবার প্রিমিয়াম স্মার্ট গুগোল টিভি ব্যবহার করতে পারেন।”
র্যানকন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও একেএম তৌহিদুর রহমান, সিওও সামির মোহাম্মদ সালেহসহ অন্য কর্মকর্তারা।
ঢাকা/হাসান/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাজা অভিমুখী ফ্লোটিলা নৌবহরের সবশেষ জাহাজেরও নিয়ন্ত্রণ নিল ইসরায়েল
ত্রাণ নিয়ে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলি বাহিনী। গাজা উপকূলে আসলে ম্যারিনেট নামের জাহাজটির দখল নেয় ইসরায়েলি সৈন্যরা। এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের অন্যসব জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী।
লাইভস্ট্রিম ভিডিওতে দেখা গেছে, শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনীর সদস্যরা জোর করে জাহাজটিতে উঠে পড়েন।
পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেট জাহাজটিতে ছয়জন ক্রু আছেন বলে জানা গেছে। এর আগে ম্যারিনেট বাদে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌ বহরের অন্য সব জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। ম্যারিনেট জাহাজটিই শুধু চলছিল। এবার সেটিরও দখল নেওয়া হলো।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের১২ ঘণ্টা আগেগাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় গতকাল রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ।
এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। বহরে প্রায় ৪৪টি নৌযানে ৫০০ মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন।