ফেসবুকে প্রেম, কলেজছাত্রীর আপত্তিকর ছবি–ভিডিও ছড়ানোর অভিযোগে তরুণ গ্রেপ্তার
Published: 13th, April 2025 GMT
ময়মনসিংহের মুক্তাগাছায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর ছবি দিয়ে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে উপজেলার চৌরঙ্গীর মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরুণের নাম মো.
পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তাগাছার এক কলেজছাত্রীর (১৭) সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক তৈরি করেন তাজিমুল ইসলাম। তাঁদের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে নিয়মিত কথা হতো। তাজিমুল কলেজছাত্রীকে দেখা করার জন্য চাপ দেন। দেখা না করলে সম্পর্কের বিষয়টি সবাইকে জানিয়ে দেবেন বলে হুমকি দেন। বাধ্য হয়ে ৬ এপ্রিল মুক্তাগাছা জমিদারবাড়িতে তাজিমুলের সঙ্গে দেখা করে কলেজছাত্রী। এ সময় কলেজছাত্রীর মুঠোফোন থেকে কৌশলে তার কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও নেন তাজিমুল। পরে সেই ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শারীরিক সম্পর্কে জড়াতে প্রস্তাব দেন। কিন্তু কলেজছাত্রী রাজি হয়নি। এরপর তার ছবি দিয়ে ফেসবুকে দুটি ভুয়া আইডি খোলেন তাজিমুল। পরে মেসেঞ্জারে কলেজছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও পরিচিতজনদের কাছে পাঠান। এরপর কলেজছাত্রী বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দিলে এপিবিএন–২–এর মুক্তাগাছার সাইবার ক্রাইম সেলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কলেজছাত্রীর পরিবার এ বিষয়ে এপিবিএন কার্যালয়ে অভিযোগ দিলে গতকাল বিকেলে উপজেলার চৌরঙ্গীর মোড় থেকে তাজিমুলকে গ্রেপ্তার করা হয়।
এপিবিএনের উপপরিদর্শক (এসআই) আমির খসরু বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ও অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর শরীর তল্লাশি করে মুঠোফোন জব্দ করা হয়। মুঠোফোনে কলেজছাত্রীর একাধিক আপত্তিকর ছবি, ভিডিও ও দুটি ভুয়া ফেসবুক আইডি খোলার তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আপত্তিকর ছবি–ভিডিও ছড়ানোর সত্যতা স্বীকার করেছেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় কলেজছাত্রীর বাবা বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে গতকাল রাতে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর ফ সব ক গতক ল
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//