৩২ এর প্রজ্ঞাপন বাতিল না করলে ২৭ এপ্রিল সমাবেশ
Published: 13th, April 2025 GMT
সরকারি চাকরিতে আবেদনের বয়স সর্বনিম্ন ৩২ বছরের প্রজ্ঞাপন বাতিল করে পুরুষদের সর্বনিম্ন ৩৫ ও নারীদের সর্বনিম্ন ৩৭ বছর করার দাবি জানিয়েছেন ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ। দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৭ এপ্রিল বৃহৎ সমাবেশের ডাক দিয়েছেন তারা।
রবিবার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন ।
লিখিত বক্তব্যে তারা বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বাস্তবায়নের দাবিতে দীর্ঘ ১২ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছি। ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের যৌক্তিক দাবির প্রতি কোনো গুরুত্ব দেয়নি। বর্তমান অন্তবর্তী সরকারও ৩৫ এর পরিবর্তে ৩২ বছরের প্রজ্ঞাপন জারি করে আমাদের সঙ্গে প্রহসন করেছে, যা আমরা ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছি।
আরো পড়ুন:
ঢাবিতে শিক্ষক নিয়োগে অনিয়ম খুঁজতে তদন্ত কমিটি
‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করায় ঢাবি শিক্ষার্থীদের ক্ষোভ
তারা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে করোনা, সেশনজট, অর্থনৈতিক মন্দা, টানা ১৬ বছর দলীয় বিবেচনায় নিয়োগ, নিয়োগ দুর্নীতি, প্রক্সি, সুপারিশসহ নানা কারণে প্রকৃত মেধাবী সাধারণ শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
প্রত্যাশার কথা জানিয়ে তারা বলেন, আমাদের প্রত্যাশা ছিল দীর্ঘ ১৬ বছরের লড়াই, সংগ্রাম, আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত নতুন সরকার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫/৩৭ (সুপারিশ) বাস্তবায়ন করে প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রজন্মগুলোকে নতুন করে নিজেকে প্রমাণ করার সুযোগ করে দেবে। কিন্তু বর্তমান সরকার তা না করে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার কারণে বিগত ১৬ বছরে প্রকৃত ক্ষতিগ্রপ্ত প্রজন্মগুলো বাদ পড়ে গেছে ।
হুশিয়ারি দিয়ে তারা বলেন, আবেদনের বয়সসীমা সর্বনিম্ন ৩২ বছরের প্রজ্ঞাপন বাতিল করে পুরুষদের সর্বনিম্ন ৩৫ ও নারীদের সর্বনিম্ন ৩৭ বছর করতে হবে। আগামী ২০ এপ্রিলের মধ্যে এ দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ দৃশ্যমান না হলে আগামী ২৭ এপ্রিল জাতীয় জাদুঘরের সামনে বৃহৎ সমাবেশ করা হবে।
ঢাকা/সৌরভ/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র বয়সস ম ৩২ বছর চ কর ত বছর র
এছাড়াও পড়ুন:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর অধীন দপ্তরগুলোর রাজস্ব খাতভুক্ত পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২ ক্যাটাগরির পদে মোট ৪৭০টি শূন্য পদে নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ৩ সেপ্টেম্বরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। ১৬তম গ্রেডের এসব পদে নিয়োগে আবেদন করা যাবে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত সব জেলার নাগরিকেরা আবেদন করতে পারবেন অস্থায়ী এ নিয়োগে।
পদের নাম ও বিবরণ১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২২৪
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-২ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)
বয়সসীমা: ১৮ থেকে ৩২
২. হিসাব সহকারী
পদসংখ্যা: ২৪৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)
বয়সসীমা: ১৮ থেকে ৩২
আরও পড়ুনসিনিয়র অফিসার নেবে বেসরকারি ব্যাংক, বেতন ৪০০০০১৪ ঘণ্টা আগেআবেদনসংক্রান্ত নিয়মাবলি১। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা https://dper.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত)।
২। যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন। এ জন্য তাঁকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে, তবে একই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবল একটি পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
আবেদন ফিভ্যাটসহ আবেদন ফি ১১২ টাকা (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা)। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
প্রতীকী ছবি: প্রথম আলো