বন্দরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরিকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত ১
Published: 15th, April 2025 GMT
বন্দরে পল্লী বিদ্যুতের ট্রান্সেফরমা চুরি করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে আকাশ (৩০) নামে এক চোরের মৃত্যু হয়েছে। নিহত আকাশ জেলার বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার জসিম মোল্লার ছেলে।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি প্লাস ও ১টি রেঞ্জ উদ্ধার করেছে। এর আগে রাতের যে কোন সময়ে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে অজ্ঞাত নামা চোরের দল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় পল্লী বিদ্যুৎ এর ট্রান্সেফরমা চুরি করতে আসে। ওই সময় চোরের দল বিদ্যুৎ খুঁটির উপর থেকে ট্রান্সেফরমা চুরি করার সময় অসাবধানতা বসত বিদ্যুস্পৃষ্ট হয়ে আকাশ নামে এক চোর ঘটনাস্থলে মৃত্যু বরণ করে এবং অন্যান্য চোরেরা কৌশলে পালিয়ে যায়।
সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: আইটি অফিসারপদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।
প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমাসর্বোচ্চ ৪০ বছর।
বেতন–ভাতাআলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগেআবেদনের ঠিকানা
পরিচালক,
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ১৩ নভেম্বর ২০২৫