বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার ওপর হামলার মামলায় মেহেরপুরের মুজিবনগরে ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ মামলা করেন শাওন শেখ। এতে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম মিঠুন ও মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রুবেল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। 

উপজেলার বাগোয়ান গ্রামের হারু শেখের ছেলে শাওন শেখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের মুখ্য সংগঠক। মামলায় তিনি অভিযোগ করেন, প্রায় ২৫ দিন আগে ভিজিএফ কার্ডে চাল বিতরণকে কেন্দ্র করে মোবাইল ফোনে তাঁকে হত্যার হুমকি দেন মিঠুন। এরই ধারাবাহিকতায় ১৪ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা যাওয়ার জন্য মুজিবনগরের কেদারগঞ্জ চার রাস্তার মোড়ে পৌঁছালে হামলার শিকার হন। 

মামলার বিষয়ে জেলা ছাত্রদল সভাপতি আকিব জাবেদ সেনজির বলেন, বিএনপির একটি নিউজে শাওন শেখ আপত্তিকর মন্তব্য করেন। সোমবার রাতে তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন মিঠুন। বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। শাওন শেখ জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে জড়িত ছিলেন না। তাঁর বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। তিনি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের ভাষ্য, মামলার পর দু’জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পুলিশ সুষ্ঠু তদন্ত করছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত রদল ন ত ছ ত রদল র ম জ বনগর

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ