আন্তর্জাতিক বাজারে সোনার অস্থিরতার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বেড়েছে সোনার দাম, আর তাতেই গড়েছে নতুন রেকর্ড। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম হবে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাজুস জানায়, বুধবার (১৬ এপ্রিল) প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকায়। নতুন দাম অনুযায়ী, একদিনেই সোনার দাম বাড়ছে ৩ হাজার ৩৩ টাকা, যা এবার পর্যন্ত সর্বোচ্চ এক দিনের বৃদ্ধি।
নতুন মূল্যহার অনুযায়ী:
২২ ক্যারেট: ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা
২১ ক্যারেট: ১ লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ১১ হাজার ৬৫৯ টাকা
তবে সোনার দামে বড় পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বর্তমান রুপার দাম:
২২ ক্যারেট: ২ হাজার ৫৭৮ টাকা
২১ ক্যারেট: ২ হাজার ৪৪৯ টাকা
১৮ ক্যারেট: ২ হাজার ১১১ টাকা
সনাতন পদ্ধতি: ১ হাজার ৫৮৬ টাকা
বিশ্ববাজারে সোনার এই ঊর্ধ্বগতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে শুল্ক যুদ্ধের জেরে তৈরি হওয়া অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম প্রথমবারের মতো ৩ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।
ঢাকা/এনএফ/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব