চট্টগ্রামের রাউজানে রক্তাক্ত অবস্থায় একটি দিঘি থেকে মুহাম্মদ জাফর (৩৫) নামের ব্যাটারিচালিত এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি অ্যাংলো পালি উচ্চবিদ্যালয়ের সামনের গুচ্ছগ্রাম দিঘি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জাফর পাহাড়তলী ইউনিয়নের খানপাড়া গ্রামের মো.

ইব্রাহীমের ছেলে। আজ সন্ধ্যায় পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

থানা-পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার রাত ১০টার পরে পাহাড়তলী ইউনিয়নের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চৌমুহনী বাজার থেকে ভাড়া নিয়ে ঘটনাস্থলের দিকে গিয়েছিলেন নিহত জাফর। এরপর রাতে তিনি আর বাসায় ফেরেননি। আজ সকালে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে দুপুরের দিকে ওই দিঘির পানিতে ভাসমান অবস্থায় থাকা তাঁর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পরিবারের সদস্য এবং পুলিশ গিয়ে বিকেলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক সুরতহালে তাঁর মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখা গেছে। মাথার ওই কাটা দাগ থেকে রক্ত ঝরছিল। তবে পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।

এ প্রসঙ্গে জানতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়ার মুঠোফোনে কল করলেও তিনি ধরেননি।

ঘটনাস্থল পরিদর্শন করা রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ নুরুল আমিন সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির মাথার এক পাশে দাগ রয়েছে। লাশ উদ্ধারের সময় দাগ থেকে রক্ত বের হচ্ছিল। পরিবার মামলা দিলে তদন্ত করে ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা হবে। লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পরিবার মামলা ও লাশের ময়নাতদন্ত করতে আগ্রহী ছিল না বলে জানান এএসপি নুরুল আমিন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র তদন ত

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ