টাঙ্গাইলে স্বামীর সঙ্গে ঝগড়া করে লাবনী আক্তার লিজা নামে এক নারী চার মাসের শিশু সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন। সেই টাকা দিয়ে মোবাইল, পায়ের নূপুর ও নাকের নথ কেনেন শিশুর মা। গত ১০ এপ্রিল মধুপুর পৌরশহরের শেওড়াতলা এলাকার এ ঘটনা গত বৃহস্পতিবার সন্ধ্যায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শুক্রবার ভোরে ঘাটাইল উপজেলার ছুনটিয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
 
জানা গেছে, অভাব-অনটনের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। রবিউল ইসলাম স্ত্রী লাবণীকে নিয়ে পৌর শহরে বাসা ভাড়া করে থাকতেন। চার মাস আগে তাদের ছেলে সন্তান হয়। 

রবিউল ইসলাম জানান, কয়েক দিন আগে লাবনী ছেলে তামীমকে নিয়ে তার বোনের বাড়ি ভূঞাপুরে যায়। কয়েক দিন পর বাড়ি আসতে বললে সে দুর্ব্যবহার করে। আমার সঙ্গে সংসার করবে না বলে জানিয়ে দেয়। আমি কয়েক দিন পর আবার ফোন করে বলি তামীমের দাদা অসুস্থ তামীমকে দেখতে চাচ্ছে। ছেলেকে নিয়ে আসতে বললেও ফিরে আসেনি। বৃহস্পতিবার শুনি, লাবনী ৪০ হাজার টাকায় সন্তান বিক্রি করে দিয়েছে। 

শিশু তামীমের মা লাবনী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামে একজনের সহযোগিতায় সিরাজগঞ্জের এক লোকের কাছে ৪০ হাজার টাকায় তামীমকে বিক্রি করেছি। ওই টাকা দিয়া মোবাইল, পায়ের নূপুর ও নাকের নথ কিনেছি।
 
মধুপুর থানার ওসি এমরানুল কবীর বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পর শিশুটির মা লাবনীকে নিয়ে রাতেই অভিযান চালানো হয়। ভোর সাড়ে ৫টার দিকে ঘাটাইলের ছুনোটিয়া গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। দুই পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ৪০ হ জ র ট ক য়

এছাড়াও পড়ুন:

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।

এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।

নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ