লা লিগায় বড় এক ফাঁড়া গেছে বার্সেলোনার। ঘরের মাঠে সেল্টা ডি ভিগোর বিপক্ষে হারের শঙ্কায় পড়েছিল কাতালানরা। সেখান থেকে সমতায় সন্তুষ্ট থাকতে হবে এমনই মনে হচ্ছিল। তবে শেষ বাঁশির আগে পেনাল্টি থেকে গোল করে ৪-৩ গোলের জয় তুলে নিয়েছে হানসি ফ্লিকের দল। এই লা লিগার কর্তৃত্ব শক্ত হাতেই ধরে রেখেছেন রাফিনিয়া-ইয়ামালরা । 

শনিবার ঘরের মাঠে ৩২তম রাউন্ডের লিগ ম্যাচে তরুণ লামিনে ইয়ামালকে বিশ্রাম দিয়ে খেলতে নামে বার্সা। তার বদলি নামা ফেরান তোরেস ১২ মিনিটে দলকে লিড এনে দেন। কিন্তু পরেই ওই লিড হারায় কাতালানরা। ১৫ মিনিটে ১-১ গোলের সমতা করেন সেল্টার ৩২ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার বোর্জা ইগনিসিয়াস। বার্সা গোলরক্ষক ভয়চেক সেজনি শিশুতোষ ভুল করে বসেন।  

দ্বিতীয়ার্ধে তিনি পরপর দুই গোল করে সেল্টাকে ৩-১ গোলের লিড এনে দেন। ইগনিসিয়াস ৫২ ও ৬২ মিনিটে বার্সার জালে বল পাঠিয়ে দেন। যদিও ৬৪ মিনিটে রাফিনিয়ার বাড়ানো বলে গোল করে ৩-২ গোলের ব্যবধানে ম্যাচে দলকে ম্যাচে ফেরান দানি অলমো। পরেই রাফিনিয়া গোল করে ব্যবধান ৩-৩ করে ফেলেন। 

ম্যাচ ওই ব্যবধানেই শেষ হবে বলেই মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের ৮ মিনিটে বক্সে দানি অলমোকে ফাউল করে পেনাল্টির বাঁশি হজম করে লিগ টেবিলে সাতে থাকা সেল্টা ভিগো। রাফিনিয়া শট নিয়ে গোল করতে ভুল করেননি। এই জয়ে লা লিগা একপ্রকার বার্সার হাতে উঠে গেল।

বার্সা ৩২ লিগ রাউন্ড শেষে ৭৩ পয়েন্ট তুলেছে। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে। সেল্টার বিপক্ষে ম্যাচে বার্সা হারলে শিরোপা লড়াইয়ে পিছিয়ে যেত। সমতায় শেষ হলে ১১ এপ্রিলের এল ক্লাসিকো হতে পারত শিরোপা নির্ধারণী ম্যাচ। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ ল কর

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ