লা লিগায় বড় এক ফাঁড়া গেছে বার্সেলোনার। ঘরের মাঠে সেল্টা ডি ভিগোর বিপক্ষে হারের শঙ্কায় পড়েছিল কাতালানরা। সেখান থেকে সমতায় সন্তুষ্ট থাকতে হবে এমনই মনে হচ্ছিল। তবে শেষ বাঁশির আগে পেনাল্টি থেকে গোল করে ৪-৩ গোলের জয় তুলে নিয়েছে হানসি ফ্লিকের দল। এই লা লিগার কর্তৃত্ব শক্ত হাতেই ধরে রেখেছেন রাফিনিয়া-ইয়ামালরা । 

শনিবার ঘরের মাঠে ৩২তম রাউন্ডের লিগ ম্যাচে তরুণ লামিনে ইয়ামালকে বিশ্রাম দিয়ে খেলতে নামে বার্সা। তার বদলি নামা ফেরান তোরেস ১২ মিনিটে দলকে লিড এনে দেন। কিন্তু পরেই ওই লিড হারায় কাতালানরা। ১৫ মিনিটে ১-১ গোলের সমতা করেন সেল্টার ৩২ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার বোর্জা ইগনিসিয়াস। বার্সা গোলরক্ষক ভয়চেক সেজনি শিশুতোষ ভুল করে বসেন।  

দ্বিতীয়ার্ধে তিনি পরপর দুই গোল করে সেল্টাকে ৩-১ গোলের লিড এনে দেন। ইগনিসিয়াস ৫২ ও ৬২ মিনিটে বার্সার জালে বল পাঠিয়ে দেন। যদিও ৬৪ মিনিটে রাফিনিয়ার বাড়ানো বলে গোল করে ৩-২ গোলের ব্যবধানে ম্যাচে দলকে ম্যাচে ফেরান দানি অলমো। পরেই রাফিনিয়া গোল করে ব্যবধান ৩-৩ করে ফেলেন। 

ম্যাচ ওই ব্যবধানেই শেষ হবে বলেই মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের ৮ মিনিটে বক্সে দানি অলমোকে ফাউল করে পেনাল্টির বাঁশি হজম করে লিগ টেবিলে সাতে থাকা সেল্টা ভিগো। রাফিনিয়া শট নিয়ে গোল করতে ভুল করেননি। এই জয়ে লা লিগা একপ্রকার বার্সার হাতে উঠে গেল।

বার্সা ৩২ লিগ রাউন্ড শেষে ৭৩ পয়েন্ট তুলেছে। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে। সেল্টার বিপক্ষে ম্যাচে বার্সা হারলে শিরোপা লড়াইয়ে পিছিয়ে যেত। সমতায় শেষ হলে ১১ এপ্রিলের এল ক্লাসিকো হতে পারত শিরোপা নির্ধারণী ম্যাচ। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ ল কর

এছাড়াও পড়ুন:

দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দি‌লেন মেজর (অব.) আ

বিএনপির সা‌বেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলা‌দেশ জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রে‌ছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দ‌লের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ ক‌রার মধ‌্য দি‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে তিনি জামায়া‌তে যোগ দেন। 

মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। 

দল‌টি‌তে যোগ‌ দি‌য়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দি‌য়ে বরণ ক‌রেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএন‌পিতে থাকা অবস্থায় দলটির বিরু‌দ্ধে মন্তব‌্য করাসহ নানা ‌বিত‌র্কিত কর্মকা‌ণ্ডের জন‌্য তিনি আলোচিত হন।  

বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত নিবন্ধ