লিওনেল মেসির উপস্থিতি মানেই মাঠভর্তি দর্শক। সে কারণে ধারণক্ষমতা কম হওয়ায় কলম্বাস ক্রুর ঘরের মাঠ বদলে গেল। এমএলএসের হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হলো বড় ভেন্যুতে, ক্লিভল্যান্ড ব্রাউনসের হান্টিংটন ব্যাংক স্টেডিয়ামে। যেখানে ইতিহাস গড়ে ম্যাচটি উপভোগ করেছেন ৬০ হাজারের বেশি দর্শক।

রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে ১–০ গোলের জয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। যদিও গোল পাননি মেসি, তবে তার উপস্থিতি মানেই আলোচনার শীর্ষে। আর এই ম্যাচেও তার দারুণ কিছু মুভমেন্ট মাতিয়ে রেখেছিল ভেন্যু। ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধেই। ৩০ মিনিটে মার্সেলো ভেইগান্টের বাড়ানো ক্রসে হেডে জালের ঠিকানা খুঁজে নেন তরুণ মার্কিন মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাচি। শেষ পর্যন্ত এই এক গোলেই জয় নিশ্চিত করে ডেভিড বেকহামের মালিকানাধীন দলটি।

কলম্বাস ক্রুর ঘরের মাঠ লোয়ার ডট কম ফিল্ডের ধারণক্ষমতা মাত্র ২০ হাজার। কিন্তু লিওনেল মেসিকে দেখতে উৎসুক দর্শকের সংখ্যা তো অনেক বেশি! ম্যাচটি সরিয়ে নেওয়া হলো কলম্বাস শহরের ১৪৫ কিলোমিটার উত্তরে হান্টিংটন ব্যাংক ফিল্ড-এ। ন্যাশনাল ফুটবল লিগের দল ক্লিভল্যান্ড ব্রাউন্সের এই স্টেডিয়ামও কলম্বাস ক্রুর সত্বাধিকারী জিমি ও ডি হ্যাসল্যামের মালিকানাধীন।

প্রায় সাড়ে ৬৭ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম অবশ্য পুরোপুরি ভরে উঠল না। তবে দর্শক উপস্থিতির রেকর্ড ঠিক হলো। এ ম্যাচে ৬০,৬১৪ দর্শক উপস্থিত ছিলেন, যা এনএফএলের বাইরে এই মাঠের সর্বোচ্চ দর্শকসংখ্যার রেকর্ড। যাকে দেখার জন্য এত উন্মাদনা, সেই মেসি অবশ্য ততটা জ্বলে উঠতে পারেননি।

এই জয়ের ফলে চলতি এমএলএস মৌসুমে এখনও অপরাজিত রয়েছে ইন্টার মায়ামি। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ইস্টার্ন কনফারেন্সে তিন নম্বরে। সমান পয়েন্ট নিয়েই চতুর্থ স্থানে আছে কলম্বাস ক্রু। শীর্ষে আছে শার্লট ও চিনচিনাতি। দু’দলেরই পয়েন্ট ১৯।

আগামী ২৫ এপ্রিল কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগে কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইন ট র ম য ম কলম ব স ক র র উপস থ ত

এছাড়াও পড়ুন:

মেসিকে শাস্তির নামে ‘বিশ্রাম’ দিয়েছে এমএলএস

এমএলএস অল-স্টার গেমে না খেলার কারণে শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি। সেই নিষেধাজ্ঞার জেরে গত রোববার সিনসিনাটির বিপক্ষে ম্যাচে দর্শকের ভূমিকায় ছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা।

মেসিবিহীন সেই ম্যাচে সিনসিনাটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল মায়ামি।
তবে সেদিন খেলতে না পারায় মেসি নাকি বেশ ক্ষুব্ধ ছিলেন।

এমনকি সাংবাদিকদের সামনেও ক্ষোভ প্রকাশ করেছিলেন মায়ামি কোচ হাভিয়ার মাচেরানো। তবে সেই মাচেরানোই এবার অন্য কথা বলছেন। এই শাস্তি মেসির জন্য শাপেবর হয়েছে বলে মন্তব্য করেছেন মাচেরানো।

আরও পড়ুননিষেধাজ্ঞায় খেলতে পারেননি মেসি, খেপেছেন কোচ২৭ জুলাই ২০২৫

লিগস কাপে আগামীকাল মেক্সিকান ক্লাব অ্যাটলাসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে মাচেরানো বলেছেন, ‘আশা করি, লিও (মেসি) দারুণভাবে উজ্জ্বীবিত থাকবে। সত্যি বলতে, আমরা এই নিষেধাজ্ঞা আশা করিনি। তবে প্রতিটি খারাপ জিনিসেরও ভালো দিক থাকে। সত্যি কথা বলতে, টানা কয়েকটি ম্যাচ খেলার পর তাকে বাধ্যতামূলক বিশ্রাম দিতে হতো। (শাস্তিটা) যা তার জন্য ভালো হয়েছে। এখন সে নতুন করে লিগস কাপ ও এমএলএসের জন্য প্রস্তুত হতে পারবে।’

সেদিন এভাবেই একসঙ্গে বসে খেলা দেখেন মেসি ও দি পল

সম্পর্কিত নিবন্ধ

  • মেসিকে শাস্তির নামে ‘বিশ্রাম’ দিয়েছে এমএলএস