হাঙ্গেরিতে ফারাগো ইভান মেমোরিয়াল গ্র্যান্ড মাস্টার দাবায় ফিদে মাস্টার তাহসিনের আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেছেন। বুদাপোস্টের এ  প্রতিযোগিতা হতে ১০ খেলার একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেছেন প্রয়াত জিয়াউর রহমানের ছেলে তাহসিন। ফিদৈ মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ১০ খেলায় ৬ পয়েন্ট পেয়ে নর্ম অর্জনের পাশাপাশি এ ইভেন্টে রানার-আপ হয়েছেন। 

রোববার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত দশম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টার একজেল গারগেলিকে হারিয়েছেন।  এর আগে শনিবার স্থানীয় সময় বিকালে অনুষ্ঠিত নবম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের শ্রীরাম আদর্শ উপলার কাছে হেরে যান। 

এটি ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার তৃতীয় বা শেষ নর্ম। ইতিপূর্বে তিনি ২০২৩ ও ২০২৫ সনের এশিয়ান জোনাল ৩.

২ দাবা চ্যাম্পিয়নশিপ হতে দু’টি নর্ম অর্জন করেছেন। আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য ফিদে মাস্টার তাহসিনকে ২৪০০ রেটিং করতে হবে। তার বর্তমান রেটিং ২৩৫৪। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সব তারকা-সন্তান সবকিছু সহজে পান না

২০১৯ সালে ‘নোটবুক’ ছবির মাধ্যমে বলিউডে প্রনূতনের অভিষেক। সালমান খানের ব্যানারে নির্মিত ছবিটিতে তাঁর বিপরীতে ছিলেন জাহির ইকবাল। ২০২১ সালে করেন ‘হেলমেট’ আর ২০২৪ সালে ‘অমর প্রেম কি প্রেম কাহানি’। নোটবুক ছাড়া বাকি দুই ছবি ওটিটিতে মুক্তি পেয়েছিল। ফিল্মি পরিবারের মেয়ে হয়েও আর পাঁচটা তারকা-সন্তানের মতো তাঁর ফিল্মি ভ্রমণটা যে মোটেও সহজ ছিল না, তার প্রমাণ ছয় বছরে মাত্র তিনটি ছবি। ‘নোটবুক’ ছবিতে প্রনূতনের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। নবাগত হয়েও সবার নজর কেড়েছিলেন। তারপরও আজও সেভাবে নাম, যশ, অর্থ অর্জন করতে পারেননি প্রনূতন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এ ভ্রমণ নিয়ে কিছু কথা ভাগ করে নিয়েছেন অভিনেতা মনীশ বহেলের কন্যা।

সহজ পথ নয়
সিনেমার আবহে প্রনূতনের বেড়ে ওঠা। তাঁর আশপাশের সবাই ফিল্মি পরিবারের সদস্য। প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী নূতনের নাতনি। অভিনেতা মনীশ বহেলের মেয়ে। তাই সিনেমার দুনিয়ায় পা রাখার আগেই প্রনূতন জানতেন, মোটেও সহজ নয় এই পথ।

প্রনূতন। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ