আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার রবিউল আলম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রবিবার (২০ এপ্রিল) ভোরে জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেন রবি। মিছিলে সিটি কর্পোরেশনের স্টিকার লাগানো মোটরসাইকেলে করে অংশ নেন তিনি। কেসিসির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন হিসেবে রবি পরিচিত।  

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার জানান, ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে নগর ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

আরো পড়ুন:

সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম গ্রেপ্তার

ময়মনসিংহে বাস থেকে মাথার খুলি-হাড় উদ্ধার, গ্রেপ্তার ৩

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি’

চিত্রনায়িকা অপু বিশ্বাসের জীবনের সবচেয়ে বড় শক্তি ছিলেন তার মা শেফালী বিশ্বাস। ঠিক পাঁচ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। সেই শূন্যতা এখনো পূর্ণ হয়নি অপুর জীবনে। 

২০২০ সালের ১৮ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেফালী বিশ্বাস। তার কয়েক দিন আগে স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। 

আরো পড়ুন:

প্রাক্তন স্ত্রী দেবশ্রীর সঙ্গে প্রেমের সিনেমা করতে চান প্রসেনজিৎ

বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট

এদিকে, একই বছর (২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর) অপু বিশ্বাস মা হন। অর্থাৎ পুত্রসন্তান আব্রাম খান জয়ের জন্ম দেন তিনি। তাই সেপ্টেম্বর মাসটি অপুর  জীবনে যেমন আনন্দের, তেমনি বেদনারও। 

মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক পেজে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস। সেখানে তিনি লিখেছেন, “আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, একবুক শূন্যতা। আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ